ETORO
প্রতিষ্ঠার সাল: 2007
ব্রোকারের ধরণ: Social Trading
রেগুলেশন: CYSEC, ASIC,FCA, MiFID
হেডকোয়ার্টার: Kanika International Business Center, Australia
প্রতিষ্ঠার সাল: 2007
ব্রোকারের ধরণ: Social Trading
রেগুলেশন: CYSEC, ASIC,FCA, MiFID
হেডকোয়ার্টার: Kanika International Business Center, Australia
ETORO ব্রোকারের সারসংক্ষেপ | |
সর্বোচ্চ লিভারেজ | 1:30 |
ট্রেডিং ইন্সট্রুমেন্ট | কারেন্সি, মেটাল, তেল, স্টক, ইক্যুইটি, ইন্ডিসিস, গোল্ড |
ট্রেডিং প্ল্যাটফর্ম | cTrader, Currenex, eToro Platform, Keystone, Marketspulse |
একাউন্ট এর ধরণ | কপি ট্রেডিং / সোশ্যাল ট্রেডিং |
একাউন্ট কারেন্সি | USD, EUR, GBP, JPY, RUB |
পেমেন্ট সিস্টেম | ক্রেডিট কার্ড, নেটেলার, স্ক্রিল, ব্যাংক ট্র্যান্সফার, ওয়েব মানি, লোকাল ডিপোজিট |
কমিশন | স্প্রেড ছাড়া আর ভিন্ন কোনও কমিশন কিংবা চার্জ নেই। |
লট সাইজ | মিনি এবং স্ট্যান্ডার্ড |
সর্বনিম্ন ডিপোজিট | $200 |
ইসলামিক একাউন্ট | √ |
স্কাল্পিং ট্রেডিং | √ |
PAMM বিনিয়োগ | √ |
যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ফরেক্স ট্রেড শুরু করতে চান, তাদের জন্য Etoro Broker দিচ্ছে, ফ্রি বোনাস নিয়ে ট্রেড করার সুযোগ। আপনি কাউকে এই ব্রোকারে ট্রেড করার জন্য রেফার করলেই পাবেন $200 পর্যন্ত ফ্রি বোনাস।
উত্তর – অনেকেই আছেন যারা ট্রেড একটু কম বুঝেন কিন্তু ভালো ট্রেড কপি করতে চান। এদের জন্যই মূলত Etoro Broker । অর্থাৎ আপনি চাইলে এখানে প্রফেশনাল ট্রেডারদের ট্রেড কপি করতে পারবেন। মূলত কপি ট্রেডিং এর জন্য এই ব্রোকার অনেকবেশি জনপ্রিয়।
উত্তর – যদি আপনি নিজ থেকে ট্রেড করে ভালো প্রফিট করতে না পারেন কিংবা ট্রেড যদি বুঝতে কিংবা করতে কোনও সমস্যা হয় তাহলে আপনি চাইলে যারা ভালো ট্রেড করে তাদের ট্রেডে কপি করার সুবিধা পাবেন। এর মাধ্যমে আপনার নিজ থেকে ট্রেড করার প্রয়োজন নেই। কপি ট্রেডিং এর জন্য মূলত এই ব্রোকার খুবই জনপ্রিয়।
উত্তর – Etoro ব্রোকারে রিয়েল ট্রেডিং একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে ব্রোকারে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – www.etoro.com । এখানে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই নিজেই একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারবেন।
উত্তর – একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার NID/ Passport কিংবা Driving License এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার নামে রয়েছে এমন একটি Bank Statement এর কপি লাগবে। সম্পূর্ণ ভেরিফিকেশনের নিয়মটি জানতে অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন – একাউন্ট ভেরিফিকেশন ।
উত্তর – ফান্ড ডিপোজিট করার সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller কিংবা Skrill । এই দুইটি মাধ্যমে খুব সহজেই আপনি ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আর বেশকিছু মাধ্যমে ফান্ড ডিপোজিট করা যায় যেমন ক্রেডিট কার্ড কিংবা আন্তর্জাতিক যেকোনো প্রি-পেইড কার্ড তবে আমাদের পরামর্শ হচ্ছে বাংলাদেশ থেকে ফান্ড ডিপোজিট এর জন্য নেটেলার কিংবা স্ক্রিল হচ্ছে আদর্শ।
উত্তর – এই ব্রোকারে আপনি সর্বনিম্ন $200 সমপরিমাণ ফান্ড ডিপোজিট করতে পারবেন এবং উত্তোলন করার জন্য সর্বনিম্ন $10 পরিমাণ প্রযোজ্য হবে।
উত্তর – Etoro ব্রোকার FCA রেফারেন্স নাম্বার : 583263 এবং এই ব্রোকার ASIC, MiFID এবং CySEC এর মাধ্যমে নিবন্ধিত এবং পরিচালিত হয়ে থাকে। সুতরাং, আপনি যদি রেগুলেটেড এবং নির্ভরযোগ্য ব্রোকারে ট্রেড শুরু করতে চান, তাহলে Etoro Broker হচ্ছে আপনার জন্য আদর্শ।