ICMarkets Broker – প্রায়ই আমাদের কাছে অনেকই জানতে চান, কোনও ধরনের ব্রোকারে ট্রেড শুরু করলে ভালো হবে? কিংবা আমন একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ব্রোকারের নাম বলুন যা স্প্রেড খুব কম পরিমাণ চার্জ করে। সবাই আমাদের কাছে এই ধরনের ব্রোকার এর তথ্য জানতে চান। কারণ একজন নতুন কিংবা কোনও ব্রোকারে ট্রেড না করে সেই ব্রোকার ঠিক কি রকম সেটা জানা সম্ভব নয়। আর একজন নতুন ট্রেডার হিসাবে সেটি যাচাই বাছাই করে ব্রোকার নির্বাচন করা প্রায় অসম্ভব। আমার ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তাদের সেবা, সাপোর্ট এবং আরও আনুসাংগিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ICMarkets Broker সম্পর্কে। জানার চেষ্টা করবো, এই ব্রোকার ট্রেড করার জন্য কেমন, এদের রেগুলেশন, সেবার মান, সাপোর্ট সিস্টেম, ডিপোজিট প্রক্রিয়া, উত্তোলন প্রক্রিয়া এবং আরও অনেককিছু। যদি সংক্ষেপে বলি, তাহলে এই ব্রোকার এর সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে করে আপনি নিজের জন্য এই ব্রোকার ভালো হবে কিংবা খারাপ হবে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।
ICMarkets Broker সম্পর্কিত কিছু তথ্য –
আই সি মার্কেট, ফরেক্স দুনিয়ায় বেশ পরিচিত হলেও আমাদের বাংলাদেশে তেমন কোনও জনপ্রিয়তা এখন পর্যন্ত নেই। কেননা এই ব্রোকারে প্রাথমিক ডিপোজিট এর পরিমাণ, অন্যান্য ব্রোকারের তুলনায় একটু বেশী বলে আমাদের দেশের বেশীরভাগ ট্রেডারই এই ব্রোকারে ট্রেড শুরু করতে আপারগ। তবে যেসব ট্রেডাররা এডভান্স লেভেল এর ট্রেডিং করতে আগ্রহী, তাদের জন্য ICMarkets Broker এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকের আর্টিকেলে আমরা এই বিষয়গুলো সম্পর্কেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
ICMarkets Broker এর রেগুলেশন –
ভালো ব্রোকার খুঁজে নেয়ার প্রধান শর্ত হচ্ছে, রেগুলেশন। অর্থাৎ, ব্রোকারটি কোন দেশের নিয়ন্ত্রক সংস্থা এর মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যখন কোনও ব্রোকারে একাউন্ট রেজিস্টার করেন তখন অবশ্যই চেক করে দেখতে হবে, সেই ব্রোকার সঠিকভাবে রেগুলেটেড কিনা এবং হলে এর রেগুলেশন কোন দেশের ইত্যাদি তথ্য। ICMarkets Broker এদিক থেকে অন্যান্য ব্রোকার এর তুলনায় অনেকবেশী নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত।
ICMarkets Broker, অস্ট্রেলিয়ান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এই ব্রোকারের হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রেলিয়া যার কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে এই ব্রোকার অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ASIC = License number 335692
Australian Securities and Investments Commission Act (ASIC Act) এর মাধ্যমে রেগুলেটেড। এটি অস্ট্রেলিয়ান রেগুলেটরি কমিশন যারা ব্রোকারের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ, রেগুলেশন দিক দিয়ে এই ব্রোকার সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি নির্ভয়ে এই ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
ICMarekts Broker ডিপোজিট এবং উত্তোলন –
ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যা দেশ ভেদে বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ, বাংলাদেশ থেকে এই ব্রোকার বিভিন্ন উপায়ে ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে।
ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করার জন্য এই ব্রোকার একাধিক পেমেন্ট মাধ্যম ব্যবহার করার সুবিধা প্রদান করে। অর্থাৎ, আপনি চাইলে ব্যাংক, ক্রেডিট কার্ড, অনলাইন পেমেন্ট সিস্টেম, একাউন্ট থেকে একাউণ্ট ট্র্যান্সফার করার মাধ্যমে সহজেই ফান্ড ডিপোজিট করতে পারবেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে, ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সহজ মাধ্যমে হচ্ছে Neteller এবং Skrill । কেননা, বাংলাদেশ থেকে সরাসরি কোনও ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার কোনও সুবিধা নেই। যার কারনে, বাংলদেশ থেকে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে হচ্ছে এই দুইটি। আপনি চাইলে এর যেকোনো একটি ব্যবহার করেই ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। কিংবা আপনি চাইলে দুইটি মাধ্যম ব্যবহার করেই ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন আপনাকে ফান্ড উত্তোলন করার সময়ও সেই একই মাধ্যম ব্যবহার করতে হবে। যদি দুইটি মাধ্যমে ফান্ড ডিপোজিট করে থাকেন তাহলে উত্তোলন করার সময়ও দুইটি মাধ্যম ব্যবহার করতে হবে।
ICMarkets Broker একাউন্ট রেজিস্ট্রেশন –
ইতিমধ্যেই এই ব্রোকার সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে উপস্থাপন করেছি এবং আশা করছি এই তথ্যগুলো ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে আপনার জন্য সহায়ক হিসাবে কাজ করবে। এখন সময় হয়েছে কিভাবে এই ব্রোকারে একাউন্ট রেজিস্টার করবেন অর্থাৎ, কিভাবে এই ব্রোকারে একাউন্ট খুলবেন সে সম্পর্কে আপনাদের ধারণা প্রদান করার। একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com দেখুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। কিংবা নিচের ছবিতে ক্লিক করুন।
আশা করছি, একাউন্ট রেজিস্টার করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি তারপরও একাউন্ট তৈরি করতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল কিংবা ফোন করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সঠিকভাবে সহায়তা করার।
ICMarkets Broker একাউন্ট ভেরিফিকেশন –
ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর, প্রথমে আপনাকে সেটিকে সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে। আই সি মার্কেট ব্রোকারে একাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। অর্থাৎ, আপনি চাইলে ভেরিফিকেশন না করে ট্রেড শুরু করতে পারবেন না। একাউন্ট ভেরিফিকেশন এর প্রক্রিয়াটি খুবই সহজ কিন্তু তারপরও অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন।
একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার দুইটি তথ্য সাবমিট করতে হবে-
- পরিচয় ভেরিফাই করার জন্য, আপনার NID / Passport / Driving License এবং,
- ঠিকানা ভেরিফাই করার জন্য, আপনার ব্যাংক স্টেটমেন্ট এর একটি কপি।
বিঃদ্রঃ তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল এর মাধ্যমে স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে। যদি কোনও কারনে আপনার তথ্য বাতিল বলে গণ্য করা হয় তাহলে ইমেইল এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে। ভেরিফিকেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে ICMarkets Verification আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।
ICMarkets Broker ট্রেডিং একাউন্ট এর ধরণ –
ICMarkets Broker মুলত স্ট্যান্ডার্ড লট এর ব্রোকার। যারা লট শব্দটির সাথে পরিচিত নন, তাদের জন্য সহজ করে বলছি, এই ব্রোকারে ট্রেডে এন্ট্রি গ্রহন করলে প্রতি ১ লট এর এন্ট্রির জন্য পিপ্স হিসাবে $10 এর প্রফিট কিংবা লস হতে থাকবে। অন্যদিকে, মিনি লট এর ব্রোকার, ১ লট এর এন্ট্রির জন্য প্রতি পিপ্স এর মুভমেন্ট হলে প্রফিট কিংবা লস হবে $1 সমপরিমাণ।
তাহলে, নিশ্চয় বুঝতে পারছেন এই ব্রোকারে প্রফিট এবং লস দুইটির পরিমান অন্যান্য ব্রোকার এর তুলনায় অনেকবেশী। এর জন্যই মুলত, যারা প্রফেশনাল লেভেল এর ট্রেড করতে আগ্রহী তাদের জন্যই এই ব্রোকার। এছাড়াও, ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী এই ব্রোকার ECN, Standard এবং Islamic (Swap Free) একাউন্ট রেজিস্টার করার সুবিধা প্রদান করে থাকে। যেখানে স্প্রেড শুরু হয় 0.0 থেকে।
ICMarkets Broker এর সাপোর্ট সিস্টেম –
ট্রেডিং এর যেকোনো ধরনের সহায়তা কিংবা অভিযোগ প্রদানের জন্য এই ব্রোকারের রয়েছে অত্যন্ত শক্তিশালী সাপোর্ট সিস্টেম যার মাধ্যমে আপনি নিজের প্রয়োজন অনুসারে ব্রোকারের থেকে সেবা গ্রহন করতে পারবেন। এদের রয়েছে 24/5 লাইভ চ্যাট, ইমেইল এবং ফোন এর মাধ্যমে সাপোর্ট প্রদানের সুবিধা। সুতরাং, আই সি মার্কেট ব্রোকারে, ট্রেডিং সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ইমেইল কিংবা মেসেজ এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো, এই ব্রোকার সংক্রান্ত সকল ধরনের সহায়তা করার।