7 COMMENTS

  1. আমি Ic market verification এর জন্য পাসপোর্ট এবং ব্যাংক statement সাবমিট করেছিলাম*কিন্তু ওনারা পাসপোর্টটা এপপ্রোব দিয়েছে কিন্তু ব্যাংক statement টা এপপ্রোব দেয় নাই,পাসপোর্ট যেরকম address আছে, হুবহু ওইরকম এড্রেস ব্যাংক স্ট্যাটমেনটে আছে,কিন্তু পাসপোর্ট ছিল Chattogram, অন্যদিকে ব্যাংক স্ট্যাটমেনটে ছিল Chattagram, আমি লিখছিলাম Chattogram পাসপোর্ট থেকে দেখে, ওরা কি এজন্য ভেরিফাই দেয় নাই যে?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট এর মাধ্যমে এখন আর একাউন্ট ভেরিফিকেশন সম্ভব নয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নোটিশ আর্টিকেল এর শুরুতে দেয়া আছে। আপনার নামে যদি কোনও ইউটিলিটি বিল ইস্যু হয় তবেই একাউন্ট এর ঠিকানা ভেরিফাই করে নিতে পারবেন। এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে এক্সনেসস ব্রোকার। যেখানে এই ব্রোকারের থেকেও ভালো সুবিধার বিভিন্ন ট্রেডিং একাউন্ট এর সাথে বাংলা ভাষায় সাপোর্ট এবং তাৎক্ষণিক ফান্ড উত্তোলন সিস্টেম পাবেন। আরও জানুন – https://fxbd.co/Gr4K4

      • Donnobad apnr reply pawar jonnoh*
        Ami notun kore ic market account kulte chai onno karo notun documents diye*Documents guli holo Smart card and utility bill*At presrent-Smart card ar utility bill diye ic market *Jei account eh documents proof of residence rejected hoise oita bad diye disih*Akn onnojoner documents ready korsih*akn jante cacchi eta, Amr smart card er address er shate utility bill er address ki same takte hbe?

        Apnr reply ta beshi joruri,Sob question er answer diyen aktu kosto koreh*
        Bangla bashai forex sikte chai*Ar apnara ki forex course koran?

  2. Ic market eh verify kora jabeh smart card and utility bill diyeh?
    Apndr theke live chat kibabe krboh?
    Amk akta sohoj solution den jeta follow kore ami ic market eh verify paboh*
    Smart card er address ar utility bill er address ki same hote hbe?
    Samrt card er back part ki upload krte hoi ic market eh?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। একাউন্ট ভেরিফিকেশন এর জন্য দুই ধরনের ডকুমেন্ট লাগে। আইডি ভেরিফাই করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার নামে রয়েছে এমন একটি ইউটিলিটি বিল এর কপি সাবমিট করতে হবে। যেমন বিদ্যুৎ, গ্যাস কিংবা পানির বিল এর রঙিন কপি। আশা করি বুঝতে পেরেছেন। আইডি কার্ড শুধুমাত্র আপনার নাম এবং পরিচয় অন্যদিকে বিল এর কপি আপনার ঠিকানা ভেরিফাই করা জন্য ব্যবহৃত হবে।

  3. আসসালামু-আলাইকুম
    একটা অনুরোধ ছিল।
    টিকমিল একাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় এই বিষয়ে আপনার যদি একটা কনটেন্ট তৈরি করতেন তাহলে সবার জন্য অনেক উপকার হত।

    (১)টিকমিল একাউন্ট Smart card and bank statement/Utility দিয়ে ভেরিফাই করা যাবে?

    (২)Smart card/পাসপোর্টের এর এড্রেসের সাথে
    Bank statement বা ইউটিলিটি বিলের এড্রেসের সাথে মিল না থাকলে কি টিকমিল একাউন্ট ভেরিফাই করা যাবে না?

    (৩)আমার পাসপোর্টের/smart card এর সাথে ইউটিলিটি বিলের সাথে সব কিছু মিল আছে, কিন্তু address ta মিল না পাসপোর্টের সাথে এক্ষেএে আপনাদের পরামর্শ কি?

    আপনার উত্তরের অপেক্ষায় থাকব।
    আসসালামু-আলাইকুম

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here