Fxbangladesh.com – ইন্সটাফরেক্স ব্রোকার সম্প্রকে আর আগেও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। এই ব্রোকার এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তারপরও অনেকেই আমাদের কাছে ইমেইল করেন, কিভাবে এই ব্রোকার একাউন্ট ভেরিফাই করবেন সে সম্পর্কে জানাতে। যদিও সম্পূর্ণ প্রক্রিয়াটি ইতিমধ্যেই একবার আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তারপরও আপনাদের সুবিধার কথা মাথায় রেখে Instaforex Verification এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যার মাধ্যমে আপনি সঠিকভাবে এবং নিয়মে নিজের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিতে পারেবেন।
একাউন্ট ভেরিফিকেশন এর পূর্বে, প্রথমে আপনাকে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যাদের এখন পর্যন্ত এই ব্রোকারে কোনও রিয়েল ট্রেডিং একাউন্ট নেই তারা চাইলে ইন্সটাফরেক্স এর অফিসিয়াল ওয়েবসাইট – www.instaforex.com থেকে নিজের জন্য একটি নতুন করে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। যদি ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের Instaforex Broker আর্টিকেলটি পড়ে নিন। একাউন্ট সফলভাবে রেজিস্টার করার পর, ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার কার্যাদি সম্পাদন করে নিতে হবে। তাহলে চলুন এবার, বিস্তারিত জেনে নেয়া যাক।
ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার মুলত দুইটি ধাপ রয়েছে। প্রথম ধাপে, আমাদের পরিচয় ভেরিফাই করে নিতে হবে এবং দ্বিতীয় ধাপে, আমাদের ঠিকানা ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের নিম্নোক্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে।
পরিচয় ভেরিফাই করার জন্য –
NID কিংবা passport কিংবা Driving License এর রঙিন ছবি এবং
ঠিকানা ভেরিফাই করার জন্য –
- ব্যাংক স্টেটমেন্ট;
- ইউটিলিটি বিল এর কপি;
- ট্যাক্স এর কপি এর যেকোনো একটি সাবমিট করতে হবে।
Instaforex Verification: ধাপ ১
এর জন্য প্রথমে আপনার ব্রোকারের একাউন্টে লগইন করুন এবং ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর নিচের প্রদত্ত ছবির ন্যায় দেখতে পাবেন। ক্যাবিনেটে লগইন করার জন্য ক্লিক করুন – www.instaforex.com । ক্লিক করার পর, আপনার ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন। এরপর আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেটি দেখতে অনেকটা নিচের ছবির মতন।
বা পার্শে অনেগুল অপশন দেখতে পাবেন সেখান থেকে Account Settings >> Verify Account বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে নতুন করে ডকুমেন্টস সাবমিট করার একটি পেইজ ওপেন হবে।
একটু লক্ষ্য করবেন, এখানে দুইটি আলাদা আলাদা ঘর দেখতে পাবেন যেখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে। First Level Verification এর ঘরে, আমরা পরিচয় ভেরিফাই করার জন্য, NID কিংবা passport কিংবা Driving License এর রঙিন ছবি আপলোড করে দিব।
এখানে লক্ষ্য করুন, কয়েকটি আপলোড এর সুবিধা রয়েছে। ১ম টি তে, NID কিংবা passport কিংবা Driving License এর উপরের অংশের ছবি তুলে আপলোড করে দিতে হবে।
২য় টি তে, NID কিংবা passport কিংবা Driving License এর নিচের অংশের ছবি তুলে আপলোড করে দিতে হবে।
৩য় টি তে, NID কিংবা passport কিংবা Driving License এর উপরের অংশ আপনার মুখের সামনে নিয়ে আরও একটি ছবি তুলবেন সেটি আপলোড করে দিতে হবে। অনেকটা, পাশে প্রদত্ত ছবির মতন। এইবার, এই তিনটি আলাদা আলাদা অপশনে আপলোড করে নিচের প্রদত্ত “Upload” বাটনে ক্লিক করে দিতে হবে।
*** এখানে বলে রাখা ভালো, First Level Verification না হওয়া পর্যন্ত আপনি Second Level Verification এর জন্য তথ্য আপলোড করতে পারবেন না। ***
তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করার পর, আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কেননা প্রক্রিয়াটিতে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত সময়ে লেগে যেতে পারে। প্রথম ধাপ এর ভেরিফিকেশন প্রক্রিয়া যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে যায়, তাহলে আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এবার আমাদের দ্বিতীয় ধাপ এর ভেরিফিকেশন করে নিতে হবে।
Instaforex Verification: ধাপ ২
একাউন্ট ভেরিফিকেশন এর এই ধাপে, আমরা ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল এর কপি কিংবা ট্যাক্স এর কপি আপলোড করবো। মনে রাখবেন, এই তিনটি যেকোনো একটি ডকুমেন্টস আপলোড করলেই হবে তবে সেক্ষেত্রে অবশ্যই সেটিকে আপনার নামে (ট্রেডিং একাউন্ট এর নাম অনুযায়ী) হতে হবে এবং সেটিতে সঠিকভাবে ইস্যুকারী ব্যাংক কিংবা ব্যাক্তির সিল এবং সাক্ষর থাকতে হবে। আর একটি বিষয় মনে রাখবেন, এগুলোর মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৯০ দিনের মধ্যে হতে হবে। যদি না হয়, তথ্যটি গ্রহণযোগ্য হবে না।
ডকুমেন্ট সাবমিট করার পর, নিচের “Upload” বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন। তথ্যটি সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে আপনাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে। আশা করছি সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি।
Instaforex Verification এর ক্ষেত্রে নিচের বিষয়গুল অবশ্যই লক্ষ্য রাখতে হবে –
- আপলোডকৃত ডকুমেন্টস রঙিন হতে হবে এবং এর ৪টি কর্নার যাতে করে সহজে বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে,
- অস্পষ্ট, ঝাপসা এবং স্ক্যান করা কোনও ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে না,
- সবগুলো ডকুমেন্টস, ট্রেডিং একাউন্ট এর নাম সাথে মিল থাকতে হবে,
- ব্যাংক স্টেটমেন্ট এর মেয়াদ, ইস্যুর দিন থেকে সর্বনিম্ন ৯০ দিনের মধ্যে হতে হবে,
- আপলোডকৃত ছবির সাইজ/আকার 2MB এর বেশী হওয়া যাবে না।
Instaforex Verification সংক্রান্ত যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার। যেকোনো ধরনের প্রশ্ন, মতামত জানাতে নিচের কমেন্ট সেকশনে লিখুন।