ইন্সটাফরেক্স ব্রোকারে কিভাবে ফান্ড ডিপোজিট করবেন?

0
72

Instaforex Deposit – জনপ্রিয় ব্রোকার নিয়ে এর পূর্বে আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করেছি যার মাধ্যমে আপনারা এই ব্রোকার সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। এই ব্রোকার মুলত বিভিন্ন উপায়ে ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। যার ফলে, ট্রেডাররা নিজের সুবিধা মতন যেকোনো একটি উপায়কে ব্যবহার করে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ঠিক কোন কোন উপায়ে ফান্ড ডিপোজিট করা উচিৎ? আপনাদের এই প্রশ্নের সহায়তার করার জন্যই আমাদের আজকের Instaforex Deposit আর্টিকেল। এই আর্টিকেল থেকে ইন্সটাফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সহজ কিছু প্রক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে চলুন শুরু করি।

Instaforex Deposit প্রক্রিয়ার পূর্বে –

যেকোনো ব্রোকারে একাউন্ট রেজিস্টার করার পূর্বে, প্রথমে আপনাকে সেই ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে। তারপর আপনাকে সেটিকে ভেরিফাই করে নিতে হবে। যদি আপনার ইতিমধ্যেই কোনও ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে নতুন করে আর কোনও ধরনের একাউন্ট রেজিস্টার করার দরকার নেই। শুধুমাত্র পরবর্তী প্রক্রিয়াগুলো অনুসরন করে নিন। আর যদি আপনার কোনও ধরনের ট্রেডিং একাউন্ট না থাকে তাহলে অনুগ্রহ করে প্রথমে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন। এর জন্য অনুগ্রহ করে ইন্সটাফরেক্স ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন – www.instaforex.com ।

একাউন্ট রেজিস্টার করার পর, আপনাকে ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিবেন। ইতিমধ্যেই সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে Instaforex Verification আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।

আমরা জনপ্রিয় দুইটি পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে একাউন্টে ফান্ড ডিপোজিট করার প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করবো। এই দুইটি মাধ্যমেই বেশী সংখ্যক ট্রেডার ফরেক্স ব্রোকারে তাদের ফান্ড ডিপোজিট করে থাকেন।

Instaforex Deposit প্রক্রিয়া (Neteller) – 

যেকোনো ফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মাধ্যমে হচ্ছে Neteller । বাংলাদেশ থেকে যারা ট্রেড করেন তারা মুলত এই নেটেলার এর মাধ্যমেই ফান্ড ডিপোজিট করে থাকেন। যদি আপনার এখন পর্যন্ত কোনও নেটেলার একাউন্ট না থাকে, তাহলে অনুগ্রহ করে প্রথমে একটি ফ্রি নেটেলার একাউন্ট রেজিস্টার করে নিন। ফ্রি একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.neteller.com ।

Instaforex Deposit প্রক্রিয়ার প্রথম ধাপে, আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে নিন। ক্যাবিনেটে লগইন করার জন্য অনুগ্রহ করে “ক্লায়েন্ট ক্যাবিনেট” লিংক ক্লিক করুন। অনেকটা নিচের ছবির মতন –

Instaforex Deposit System. You need to Login your Client Cabinet first.

আপনার ট্রেডিং একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন। লগইন করার পর, আপনার ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এবার একটু লক্ষ্য করে দেখুন, বা পার্শে কিছু ম্যেনু বাটন আছে। সেখান থেকে Financial Operations এর নিচে Deposit Money বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে, যেখানে ফান্ড ডিপোজিট করার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে একটু নিচে নামলে Neteller দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

Instaforex Deposit Process by using Neteller | নেটেলার এর মাধ্যমে ইন্সটাফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য।

ক্লিক করার পর, নতুন করে আরও একটি পেইজ আপনার সামনে আসবে। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ইন্সটাফরেক্স ব্রোকারে যদি প্রথম হিসাবে নেটেলার এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করে থাকেন তাহলে প্রথমে আপনার ট্রেডিং একাউন্ট এর সাথে আপনার নেটেলার একাউন্ট যুক্ত করে নিতে হবে। এর জন্য নিচের ছবির প্রক্রিয়াটি অনুসরন করুন –

Link Your Neteller Account with Your Instaforex Trading Account | আপনার ইন্সটাফরেক্স ট্রেডিং একাউন্ট এর সাথে নেটেলার একাউন্ট যুক্ত করে নিন।

“Link” বাটনটিতে ক্লিক করার পর, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নেটেলার এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার নেটেলার এর রেজিস্টার করার ইমেইল আইডি এবং ট্রানজেকশন পিন (সিকিউরিটি পিন) প্রদান করুন এবং নিচের “Sign In” বাটনে ক্লিক করুন।

সঠিকভাবে আপনার ট্রেডিং একাউন্ট এর সাথে নেটেলার একাউন্ট যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। মনে রাখবেন, শুধুমাত্র একবারই এইভাবে নেটেলার একাউন্ট যুক্ত করে নিতে হবে। এরপর থেকে ডিপোজিট করার সময় আর কোনও ধরনের লিংক বাটনে ক্লিক করতে হবে না।

এরপর থেকে সরাসরি “Deposit” বাটনে ক্লিক করেই ফান্ড ডিপোজিট করে নিতে পারেন।

এবার, সঠিকভাবে নেটেলার একাউন্ট যুক্ত করার পর, পুনরায় আপনার ক্লায়েন্ট ক্যাবিনেট থেকে Financial Operations এর নিচে Deposit Money বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে Neteller বাটনে ক্লিক করুন। এবার আপনাকে সরাসরি “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একটি পেইজ আসবে সেখানে আপনার নেটেলার একাউন্ট এর নাম এবং আইডি নাম্বার দেখতে পাবেন। এবার, নিচের থেকে “Continue” বাটনে ক্লিক করুন। এরপর, আপনার যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করতে চান সেটার এমাউন্ট লিখুন এবং নিচে কারেন্সি “USD” নির্বাচন করে নিচের “preview” বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে নিশ্চিত করার জন্য তথ্যগুলো পুনরায় আপনার সামনে প্রদর্শিত হবে। এবার এখানে “Proceed To Payment” বাটনে ক্লিক করুন এবং সবার শেষ পর্যায়ে এসে আপনার নেটেলার একাউন্ট এর সিকিউরিটি পিন প্রদান করুন। সাথে সাথেই আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে পারবেন।

Instaforex Deposit প্রক্রিয়া (Skrill) – 

ফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট করার আরও একটি সহজ, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মাধ্যমে হচ্ছে Skrill । বাংলাদেশ থেকে যারা ট্রেড করেন তাদের অনেকেই স্ক্রিল এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করে থাকেন। যদি আপনার এখন পর্যন্ত কোনও স্ক্রিল একাউন্ট না থাকে, তাহলে অনুগ্রহ করে প্রথমে একটি ফ্রি স্ক্রিল একাউন্ট রেজিস্টার করে নিন। ফ্রি একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.skrill.com ।

Instaforex Deposit প্রক্রিয়ার প্রথম ধাপে, আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে নিন। ক্যাবিনেটে লগইন করার জন্য অনুগ্রহ করে “ক্লায়েন্ট ক্যাবিনেট” লিংক ক্লিক করুন।

লগইন করার পর, আপনার ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এবার একটু লক্ষ্য করে দেখুন, বা পার্শে কিছু ম্যেনু বাটন আছে। সেখান থেকে Financial Operations এর নিচে Deposit Money বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে, যেখানে ফান্ড ডিপোজিট করার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে একটু নিচে নামলে Skrill দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

Instaforex Deposit Process | স্ক্রিল এর মাধ্যমে ইন্সটাফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট প্রক্রিয়া

ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে সেখানে যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করতে চান সেটা লিখুন এবং আপনার স্ক্রিল একাউন্ট এর ইমেইল আইডি প্রদান করে নিচের “Preview” বাটনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে ফান্ড ডিপোজিট করার তথ্যগুলো আপনার সামনে উপস্থাপন করা হবে। যদি সকল বিষয়গুলো সঠিক থাকে তাহলে নিচের “Proceed To Payment” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিল এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

এখানে আপনার স্ক্রিল একাউন্ট এর রেজিস্টার করা ইমেইল এবং পাসওয়ার্ড প্রদান করুন এবং নিচের “Login” বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে “Paynow” বাটন প্রদর্শিত হবে সেটিতে ক্লিক করুন। তাহলেই আপনার ট্রেডিং একাউন্টে সফলভাবে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। আপনার ট্রেডিং একাউন্ট যদি নতুন হয় তাহলে ডিপোজিট হতে কিছুটা সময় লাগতে পারে।

ফান্ড ডিপোজিট হয়ে গেলে, আপনাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে। আশা করি Instaforex Deposit এর স্ক্রিল এর মাধ্যমে ফান্ড ডিপোজিট প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। যদি ফান্ড ডিপোজিট করার কোনও বিষয় সম্পর্কে কোনও ধরনের প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

পূর্বের আর্টিকেলInstaforex Verification প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত
পরবর্তী আর্টিকেলInstaforex ব্রোকার রিভিউ ২০১৯
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here