IQ Option ব্রোকারের সারসংক্ষেপ | |
সর্বোচ্চ লিভারেজ | প্রয়োজন নেই। |
ট্রেডিং ইন্সট্রুমেন্ট | কারেন্সি, মেটাল, তেল, স্টক, ইক্যুইটি, ইন্ডিসিস, গোল্ড |
ট্রেডিং প্ল্যাটফর্ম | PC/Laptop, Android, IOS and Web Terminal |
একাউন্ট এর ধরণ | বাইনারি ট্রেডিং একাউন্ট |
একাউন্ট কারেন্সি | USD, EUR, GBP, JPY, RUB |
পেমেন্ট সিস্টেম | ক্রেডিট কার্ড, নেটেলার, স্ক্রিল, ব্যাংক ট্র্যান্সফার, ওয়েব মানি |
কমিশন | স্প্রেড এবং কমিশন নেই। |
লট সাইজ | ব্রোকার এর প্ল্যাটফর্ম অনুযায়ী |
সর্বনিম্ন ডিপোজিট | $10 |
ইসলামিক একাউন্ট | ব্যবস্থা নেই |
স্কাল্পিং ট্রেডিং | ব্যবস্থা নেই |
PAMM বিনিয়োগ | ব্যবস্থা নেই |
ফ্রি ডেমো প্রতিযোগিতা
যারা বাইনারি ট্রেডিং করতে চান তাদের জন্য এই ব্রোকার বিভিন্ন ধরনের ডেমো এবং রিয়েল ট্রেডিং প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে। এর মধ্যে, আপনি চাইলে এই অফারগুলোতে অংশ নিতে পারেন এবং সেগুলোর বিজয়ীরা পুরস্কার হিসাবে পাবেন রিয়েল ফান্ড যা চাইলে সম্পূর্ণরূপে উত্তোলন করতে পারবেন। এই প্রতিযোগিতাগুলো বিশেষভাবে আয়জন করে থাকে। বিস্তারিত জানুন।
প্রশ্ন - IQ Option ব্রোকার কেমন?
উত্তর – এটি মুলত বাইনারি ট্রেডিং এর ব্রোকার। যারা মুলত বাইনারি ট্রেড করতে চান তাদের জন্যই শুধুমাত্র আমাদের পরামর্শ হচ্ছে এই IQ Option ব্রোকার।
প্রশ্ন - এই ব্রোকারে কেন ট্রেড করবেন?
উত্তর – অনেকেই আমাদের কাছে জানতে চান, বাইনারি ট্রেড করার জন্য। কিংবা কোনও ব্রোকার বাইনারি ট্রেড এর জন্য ভালো সেটি সম্পর্কে জানার জন্য। বাইনারি ট্রেডিং এর জন্য অনেক ব্রোকার থাকলেও আমাদের পরামর্শ হচ্ছে এই IQ Option ব্রোকার। সর্বনিম্ন ডিপোজিট, এবং সর্বনিম্ন এমাউন্ট এর ট্রেড করার সুবিধা প্রদান করার জন্য এই ব্রোকার অনেকবেশী জনপ্রিয়।
প্রশ্ন - ট্রেডিং একাউন্ট খুলবো কি করে?
উত্তর – IQ Option ব্রোকারে রিয়েল ট্রেডিং একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে ব্রোকারে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – www.iqoption.com । এখানে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই নিজেই একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারবেন।
প্রশ্ন - একাউন্ট ভেরিফাই করতে কি লাগবে?
উত্তর – একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার NID/ Passport কিংবা Driving License এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার নামে রয়েছে এমন একটি Bank Satement এর কপি লাগবে। সম্পূর্ণ ভেরিফিকেশনের নিয়মটি জানতে অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন – একাউন্ট ভেরিফিকেশন ।
প্রশ্ন - একাউন্টে কিভাবে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করবো?
উত্তর – ফান্ড ডিপোজিট করার সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller কিংবা Skrill । এই দুইটি মাধ্যমে খুব সহজেই আপনি ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে লোকাল ব্যাংক কিংবা একাউন্ট ট্র্যান্সফার করার মাধ্যমেও ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন।
প্রশ্ন - সর্বনিম্ন কি পরিমাণ ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করা যাবে?
উত্তর – এই ব্রোকারে আপনি সর্বনিম্ন $5 সমপরিমাণ ফান্ড ডিপোজিট করতে পারবেন এবং উত্তোলন করার জন্য সর্বনিম্ন $2 পরিমাণ প্রযোজ্য হবে।
প্রশ্ন - এই ব্রোকার কি রেগুলেটেড?
উত্তর – Instaforex ব্রোকার CySEC (Cyprus Security Exchange Commission) লাইসেন্স নাম্বার : 266/15 এবং BVI FSC (British Virgin Islands) লাইসেন্স নাম্বার : SIBA/L/14/1082 দ্বারা নিবন্ধিত। সুতরাং, আপনি নির্ভয়ে এই ব্রোকারে ট্রেড করতে পারেন।
Instaforex ব্রোকারে কিভাবে ফান্ড উত্তোলন করবেন?
IQ Option রিভিউ
IQ Option প্রমোশনাল অফার
ডেমো ট্রেডিং প্রতিযোগিতা
যারা বাইনারি ট্রেডিং করতে চান তাদের জন্য এই ব্রোকার বিভিন্ন ধরনের ডেমো এবং রিয়েল ট্রেডিং প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে। এর মধ্যে, আপনি চাইলে এই অফারগুলোতে অংশ নিতে পারেন এবং সেগুলোর বিজয়ীরা পুরস্কার হিসাবে পাবেন রিয়েল ফান্ড যা চাইলে সম্পূর্ণরূপে উত্তোলন করতে পারবেন। এই প্রতিযোগিতাগুলো বিশেষভাবে আয়জন করে থাকে। বিস্তারিত জানুন।