FP Markets Awards

0
208

FP Markets Awards – এই ব্রোকার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। ইতিমধ্যেই আমরা এর রিভিউ, ভেরিফিকেশন, বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আজ এই ব্রোকার এর একটি এওয়ার্ড এর তথ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে যাতে করে ব্রোকার সম্পর্কে আপনার ধারনা আরও বেশী স্পষ্ট হয়। তাহলে চলুন শুরু করা যাক।

সম্প্রতি এই এওয়ার্ড Investment Trends 2019 Australia Leverage Trading Report এর মাধ্যমে প্রকাশিত হয় যেখানে এই ব্রোকারকে এই এওয়ার্ড প্রদান করা হয়।

Best for Quality of Trade Execution 2019

Investment Trends 2019 Australia Leverage Trading Report মুলত একটি সার্ভের মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করে থাকে। যেখানে প্রায় ১০,০০০ এর অধিক ট্রেডার এবং বিনিয়োগকারী যারা মুলত বিগত বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসে অংশ নিয়ছেন তারাই ভোট এর মাধ্যমে নিজেদের মতামত প্রদান করেন।

Investment Trends কারা?

এটি অস্ত্রেলিয়ার, সিডনী ভিত্তিক একটি সংস্থা যারা অর্থনৈতিক সেবা এবং এর মান এর উপরে গবেষণা করে থাকে। যেখানে অস্ত্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নিবন্ধিত বিভিন্ন ব্রোকার, অর্থনৈতিক সংস্থার কার্যক্রম, এদের প্রদানকৃত বিভিন্ন সেবা এবং এর মান যাচাই এবং গ্রাহকের দিক থেকে এদের অবস্থান সম্পর্কে গবেষণা করে রিসার্চ রিপোর্ট প্রকাশ করে থাকে।

FP Markets Awards

২০০৫ সাল থেকে যাত্রা শুরু করার পর, এখন পর্যন্ত এই ব্রোকার আন্তর্জাতিকভাবে ৪০টিরও বেশী এওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে যার বিস্তারিত ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন – www.fpmarkets.com । এর মুলে রয়েছে, গ্রাহকের জন্য প্রদান করার বিভিন্ন সেবার মান এবং কম স্প্রেড এর সুবিধা প্রদান। আমাদের দেখা বিভিন্ন ব্রোকার এর মধ্যে এই ব্রোকারই সর্বনিম্ন স্প্রেডে রিয়েল ট্রেডিং এর সুবিধা প্রদান করে থাকে।

পূর্বের আর্টিকেলFPMarkets Standard Account
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here