FP Markets Trading Account – অস্ট্রেলিয়ান রেগুলেটেড এই ব্রোকার মুলত সবচেয়ে বেশী জনপ্রিয়তা পেয়েছে এর “0” স্প্রেড ট্রেডিং সুবিধার কারনে। যারা মুলত স্কাল্পিং ট্রেডিং করতে পছন্দ করেন তাদের কাছে এই ব্রোকার অনেকবেশীই জনপ্রিয় এছাড়াও ASIC রেগুলেশন এর কারনে এই ব্রোকার এর নির্ভরযোগ্যতাও অনেক। বাংলাদেশেও এই ব্রোকার এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই ব্রোকার সম্পর্কে। যারা বিস্তারিত জানতে চান অনুগ্রহ করে আমাদের ব্রোকার সেকশনের FP Markets অংশে দেখুন।
FP Markets, সুবিধা অনুসারে ট্রেডারকে বিভন্ন ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার সুবিধা প্রদান করে থাকে এবং আপনি চাইলে সুবিধা মতন এক কিংবা একাধিক ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার সুবিধা পাবেন। অনেকেই আমাদের কাছে এই ব্রোকারের বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট সম্পর্কে জানতে চেয়ছেন। আপনাদের সুবিধার জন্যই আজকের FP Markets Trading Account আর্টিকেল যেখানে আমরা এই ব্রোকার এর অফারকৃত বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
FP Markets Trading Account এর ধরন
ধরুন অনুসারে এই ব্রোকার প্রধানত দুই ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে “Standard” এবং অন্যটি হচ্ছে “RAW” । আমরা নিচের চার্টে এই দুই ধরনের একাউন্ট এর পার্থক্য দেখানোর চেষ্টা করেছি।
সুবিধার নাম | Standard Account |
RAW Account |
---|---|---|
ডিপোজিট | $100 | $100 |
স্প্রেড | 1.0 পিপ্স থেকে শুরু | 0 পিপ্স থেকে শুরু |
ইন্সট্রুমেন্ট | 50+ FX pairs, metals, Indices, Commodities | 50+ FX pairs, metals, Indices, Commodities |
লিভারেজ | 500:1 | 500:1 |
এক্সিকিউশন | ECN System | ECN System |
ট্রেডিং কমিশন | নেই | $3, প্রতি স্ট্যান্ডার্ড লট |
লট সাইজ | 0.01 | 0.01 |
সোয়াপ ফ্রি | √ | √ |
রেজিস্ট্রেশন | একাউন্ট খুলুন | একাউন্ট খুলুন |
এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই দুইটির মধ্যে কোন একাউন্টটি আসলে ভালো? দুইটি একাউন্ট এর ফিচার কিংবা সুবিধা সমুহ প্রায় একই রকমের। তবে পার্থক্য রয়েছে স্প্রেড এর পরিমানে। যারা কম স্প্রেড এর একাউন্টে ট্রেড করতে আগ্রহী তাদের জন্য আদর্শ হচ্ছে RAW Trading Account । তবে এখত্রে বলে রাখা ভালো, স্প্রেড “0” থেকে শুরু হলেও আপনাকে এন্ট্রি জন্য প্রতি ১ স্ট্যান্ডার্ড লট হিসাবে $3 করে কমিশন প্রদান করতে হবে।
আর আপনি যদি এই কমিশন প্রদান করতে না চান, তাহলে আপনার জন্য আদর্শ হচ্ছে Standard Trading Account । এই একাউন্ট এর স্প্রেড তুলামূলকভাবে RAW একাউন্ট এর তুলনায় একটু বেশী হলেও অন্যান্য অনেক ব্রোকার এর থেকে অনেক কম এবং কোনও কমিশনও চার্জ করে না। আশা করছি দুইটি একাউন্ট এর বৈশিষ্ট্য এবং পার্থক্য সমুহ আপনার সামনে উপস্থাপন করতে পারেছি। একাউন্ট এর ধরন সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.fpmarkets.com দেখুন।
বিঃদ্রঃ আপনি চাইলে এই ধরনের ট্রেডিং একাউন্টে সোয়াপ ফ্রি কিংবা Islamic Account এর মাধ্যমে পরিবর্তিত করে নিতে পারবেন যেখানে কোনও ধরনের সোয়াপ চার্জ করা হবে না। তবে এর জন্য আপনাকে ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলে নিতে হবে। তাহলে ব্রোকার এই সোয়াপ ফ্রি সুবিধা প্রদান করবে।