Fxbangladesh.com – ভাল করে ট্রেড করতে হলে ব্রোকার নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া কিন্তু যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ফরেক্স ট্রেড শুরু করেন তাদের পক্ষে আসলে কোন ধরনের ব্রোকার ভালো হবে সেটা সম্পর্কে ধারণা করাটা একটু বেশীই জটিল হয়ে যায়। কেননা, নতুন অবস্থায় ট্রেডারদের পক্ষে ভালো ব্রোকার নির্বাচন করা সম্ভব নয়। আমার ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তাদের সেবা, সাপোর্ট এবং আরও আনসাংগিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো Instaforex Broker সম্পর্কে। জানার চেষ্টা করবো, এই ব্রোকার ট্রেড করার জন্য কেমন, এদের রেগুলেশন, সেবার মান, সাপোর্ট সিস্টেম, ডিপোজিট প্রক্রিয়া, উত্তোলন প্রক্রিয়া এবং আরও অনেককিছু। যদি সংক্ষেপে বলি, তাহলে এই ব্রোকার এর সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো জানতে করে আপনি নিজের জন্য এই ব্রোকার ভালো হবে কিংবা খারাপ হবে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।
Instaforex Broker সম্পর্কিত কিছু তথ্য –
ফরেক্স ট্রেড করছেন কিংবা শিখছেন এবং ইন্সটাফরেক্স ব্রোকার এর নাম শুনেননি এধরনের ট্রেডার হয়তোবা খুঁজে পাওয়া সম্ভব হবে না। কেননা, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে একমাত্র এই একটি ব্রোকার সবচেয়ে বেশী আলোচিত এবং সবচেয়ে বেশী সমালোচিত একটি ব্রোকার হচ্ছে Instaforex । আপনার এখন মনে হতে পারে, আলোচিত এবং সমালোচিত কেন বলছি? উত্তরটি সঠিকভাবে জানার জন্য আপনাকে প্রথমে সময় দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিতে হবে। তাহলেই বুঝতে পারবেন। শুধু এতটুকু জেনে রাখুন, ফরেক্স মার্কেটের ক্ষেত্রে Instaforex Broker এর জনপ্রিয়তা যে পরিমান বেশী ঠিক তেমনি এর দুর্নামও রয়েছে অনেক।
যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ফরেক্স ট্রেড শুরু করেছেন কিংবা অল্প পরিমান বিনিয়গ এর মাধ্যমে এই ব্রোকারে ট্রেড শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে এই ইন্সটাফরেক্স। কেননা এই ব্রোকার সর্বনিম্ন ডিপোজিট করার সুবিধা দেয় এবং যাদের ট্রেডিং ব্যালেন্স এর পরিমান কম, তাদের জন্য বিভিন্ন ধরনের বোনাস এমাউন্ট প্রদান করে থাকে। যা ব্যবহার করে আপনি নিজের ট্রেডিং ব্যালেন্সকে বাড়িয়ে ট্রেড করতে পারবেন এবং শর্ত-সাপেক্ষে সেই বোনাস এমাউন্ট উত্তোলন করার সুযোগও প্রদান করে থাকে।
Instaforex Broker এর রেগুলেশন –
ভালো ব্রোকার খুঁজে নেয়ার প্রধান শর্ত হচ্ছে, রেগুলেশন। অর্থাৎ, ব্রোকারটি কোন দেশের নিয়ন্ত্রক সংস্থা এর মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যখন কোনও ব্রোকারে একাউন্ট রেজিস্টার করেন তখন অবশ্যই চেক করে দেখতে হবে, সেই ব্রোকার সঠিকভাবে রেগুলেটেড কিনা এবং হলে এর রেগুলেশন কোন দেশের ইত্যাদি তথ্য।
Instaforex Broker, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এছাড়াও দেশভেধে এর রেগুলেশনও একাধিক রয়েছে। নিচের আপনাদের সামনে এই ব্রোকারে রেগুলেশন সম্প্রকিত সকল তথ্য তুলে ধরেছি।
- (BVI FSC) = License number SIBA/L/14/1082s
- (RCB), License number 039-11737-100000
- (FSC), Registration number IBC22945
- Saint Vincent, Registration number IBC24321
উপরের উল্লেখিত রেগুলেশন এর মধ্যে, BVI FSC = British Virgin Islands; RCB = Russia Central Ban, FSC = Saint Vincent; এর মাধ্যমে রেগুলেটেড। অর্থাৎ, রেগুলেশন দিক দিয়ে এই ব্রোকার সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি নির্ভয়ে এই ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
Instaforex Broker ডিপোজিট এবং উত্তোলন –
ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যা দেশ ভেদে বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ, বাংলাদেশ থেকে এই ব্রোকার বিভিন্ন উপায়ে ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে।
ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করার জন্য এই ব্রোকার একাধিক পেমেন্ট মাধ্যম ব্যবহার করার সুবিধা প্রদান করে। অর্থাৎ, আপনি চাইলে ব্যাংক, ক্রেডিট কার্ড, অনলাইন পেমেন্ট সিস্টেম, একাউন্ট থেকে একাউণ্ট ট্র্যান্সফার করার মাধ্যমে সহজেই ফান্ড ডিপোজিট করতে পারবেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে, ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সহজ মাধ্যমে হচ্ছে Neteller এবং Skrill । কেননা, বাংলাদেশ থেকে সরাসরি কোনও ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার কোনও সুবিধা নেই। যার কারনে, বাংলদেশ থেকে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে হচ্ছে এই দুইটি। আপনি চাইলে এর যেকোনো একটি ব্যবহার করেই ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। কিংবা আপনি চাইলে দুইটি মাধ্যম ব্যবহার করেই ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন আপনাকে ফান্ড উত্তোলন করার সময়ও সেই একই মাধ্যম ব্যবহার করতে হবে। যদি দুইটি মাধ্যমে ফান্ড ডিপোজিট করে থাকেন তাহলে উত্তোলন করার সময়ও দুইটি মাধ্যম ব্যবহার করতে হবে।
Instaforex Broker একাউন্ট রেজিস্ট্রেশন –
ইতিমধ্যেই এই ব্রোকার সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে উপস্থাপন করেছি এবং আশা করছি এই তথ্যগুলো ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে আপনার জন্য সহায়ক হিসাবে কাজ করবে। এখন সময় হয়েছে কিভাবে এই ব্রোকারে একাউন্ট রেজিস্টার করবেন অর্থাৎ, কিভাবে এই ব্রোকারে একাউন্ট খুলবেন সে সম্পর্কে আপনাদের ধারণা প্রদান করার। একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অনুগ্রহ করে নিচের রেজিস্ট্রেশন ফর্মে আপনার তথ্য প্রদান করুন এবং “Open an Account” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি সফলভাবে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। কিংবা চাইলে ইন্সটাফরেক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.instaforex.com ।
উপরের ফর্মে, আপনার সম্পূর্ণ নাম, ইমেইল আইডি এবং ফোন নাম্বার প্রদান করে নিচের “Open An Account” বাটনে ক্লিক করুন। আপনার নামে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করা হয়ে গেছে। এখন আপনি, আপনার ইমেইল চেক করুন, সেখানে ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত সকল তথ্য ইমেইল করে জানিয়ে দেয়া হয়েছে।
আশা করছি, একাউন্ট রেজিস্টার করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি তারপরও একাউন্ট তৈরি করতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল কিংবা ফোন করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সঠিকভাবে সহায়তা করার।
Instaforex Broker একাউন্ট ভেরিফিকেশন –
ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর, প্রথমে আপনাকে সেটিকে সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে। ইন্সটাফরেক্স ব্রোকারে একাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক নয়। অর্থাৎ, আপনি চাইলে ভেরিফিকেশন না করে ট্রেড শুরু করতে পারেন। এখানে কোনও সমস্যা নেই। তবে আমাদের পরামর্শ হচ্ছে, ভেরিফিকেশন করে নেয়াই উত্তম। কেননা, ব্রোকার যেকোনো সময় আপনার কাছে থেকে এই তথ্যগুলো চাইলে পারে। যদি আপনি সেগুলো তখন প্রদান করতে না পারেন তাহলে একাউন্ট ব্লক করে দেয়ার ক্ষমতাও ব্রোকারের থাকবে।
একাউন্ট ভেরিফিকেশন এর প্রক্রিয়াটি খুবই সহজ কিন্তু তারপরও অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আপনাদের সুবিধার জন্য একাউন্ট ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য নিচে তুলে ধরেছি –
একাউন্ট ভেরিফিকেশন এর জন্য তিনটি ধাপ রয়েছে। এর জন্য প্রথমে আপনার ব্রোকারের একাউন্টে লগইন করুন এবং ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর নিচের প্রদত্ত ছবির ন্যায় দেখতে পাবেন। ক্যাবিনেটে লগইন করার জন্য ক্লিক করুন – www.instaforex.com । ক্লিক করার পর, আপনার ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন। এরপর আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেটি দেখতে অনেকটা নিচের ছবির মতন।
বা পার্শে অনেগুল অপশন দেখতে পাবেন সেখান থেকে Account Settings >> Verify Account বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে নতুন করে ডকুমেন্টস সাবমিট করার একটি পেইজ ওপেন হবে।
একটু লক্ষ্য করবেন, এখানে দুইটি আলাদা আলাদা ঘর দেখতে পাবেন যেখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে। ডকুমেন্টস সাবমিট করার জন্য দুই ধরনের তথ্য এর প্রয়োজন হবে।
১. Passport কিংবা NID এবং,
২. Bank Statement এর কপি।
দুইটি ঘরের মধ্যে, প্রথম ঘরে (First Level Verification) আমরা পরিচয় ভেরিফাই করে নিব। এর জন্য আমাদের passport কিংবা NID এর প্রয়োজন হবে। এবং দ্বিতীয় ঘরে (Second Level Verification), আমরা ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর একটি রঙিন কপি আপলোড করবো।
ঠিকানা ভেরিফাই করার জন্য নিচের তথ্যগুলোর যেকোনো একটি ডকুমেন্ট প্রদান করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, নিচের তথ্যগুলো অবশ্যই আপনার নামে হতে হবে।
- ইউটিলিটি বিল (গ্যাস, পানি, বিদ্যুৎ, ফোন বিল) কিংবা,
- ব্যাংক স্টেটমেন্ট এর কপি কিংবা,
- ট্যাক্স কপি কিংবা,
- বাড়ির ভাড়ার কাগজ।
বিঃদ্রঃ তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল এর মাধ্যমে স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে। যদি কোনও কারনে আপনার তথ্য বাতিল বলে গণ্য করা হয় তাহলে ইমেইল এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে। ভেরিফিকেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Instaforex Verification আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।
Instaforex Broker ট্রেডিং একাউন্ট এর ধরণ –
Instaforex Broker মুলত মিনিলট এর ব্রোকার। যারা লট শব্দটির সাথে পরিচিত নন, তাদের জন্য সহজ করে বছি, এই ব্রোকারে ট্রেডে এন্ট্রি গ্রহন করলে প্রতি ১ লট এর এন্ট্রির জন্য পিপ্স হিসাবে $1 এর প্রফিট কিংবা লস হতে থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড লট এর ব্রোকার, ১ লট এর এন্ট্রির জন্য প্রতি পিপ্স এর মুভমেন্ট হলে প্রফিট কিংবা লস হবে $10 সমপরিমাণ।
তাহলে, নিশ্চয় বুঝতে পারছেন এই ব্রোকারে প্রফিট এবং লস দুইটির পরিমান অন্যান্য ব্রোকার এর তুলনায় অনেকবেশী কম। এর জন্যই মুলত, যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ফরেক্স ট্রেড শুরু করতে চান, তাদের জন্য আমাদের সবসময়ই Instaforex Broker কে পরামর্শ হিসাবে প্রদান করে থাকি।
Instaforex Broker এর সাপোর্ট সিস্টেম –
ট্রেডিং এর যেকোনো ধরনের সহায়তা কিংবা অভিযোগ প্রদানের জন্য এই ব্রোকারের রয়েছে অত্যন্ত শক্তিশালী সাপোর্ট সিস্টেম যার মাধ্যমে আপনি নিজের প্রয়োজন অনুসারে ব্রোকারের থেকে সেবা গ্রহন করতে পারবেন। এদের রয়েছে 24/5 লাইভ চ্যাট, ইমেইল এবং ফোন এর মাধ্যমে সাপোর্ট প্রদানের সুবিধা। সুতরাং, ইন্সটাফরেক্স ব্রোকারে, ট্রেডিং সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ইমেইল কিংবা মেসেজ এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো, এই ব্রোকার সংক্রান্ত সকল ধরনের সহায়তা করার।