XM ব্রোকারে ফান্ড ডিপোজিট প্রক্রিয়া

2
162

জনপ্রিয় ব্রোকার এক্সনেস নিয়ে এর আগে বেশ কিছু আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ব্রোকার পরিচিতি, রিভিউ, ভেরিফিকেশন ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়েছি এবং আশা করছি আর্টিকেলগুলো আপনাদের কিছুটা হলেও সহায়তা করতে পেরেছে। প্রায় বেশকিছুদিন ধরে, আপ্নারা অনুরধ করেছে XM Deposit সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো, কিভাবে আপনি জনপ্রিয় এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করবেন সে প্রক্রিয়া সম্পর্কে।

XM Deposit প্রক্রিয়া এর পূর্বে – 

ব্রোকার হিসাবে এক্সম এর জনপ্রিয়তা সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছি এবং কেন বেশীরভাগ ট্রেডাররা এই ব্রোকারে ট্রেড করার ইচ্ছা পোষণ করেন সে ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেছি। আপনি যদি এই ব্রোকার এর বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের প্রকাশিত XM Broker আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।

আপনি এই আর্টিকেলটি পড়ছেন তার অর্থ হচ্ছে, আপনি ইতিমধ্যেই একটি একাউন্ট রেজিস্টার করে ফেলেছেন। যদি এখনও কোনও ধরনের একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে, একাউন্ট খোলার জন XM এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.xm.com

ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। অর্থাৎ, আপনি এক্সনেস এর ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে “Open An Account” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একাউন্ট রেজিস্টার করার একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন এর পরবর্তী ধাপে অগ্রসর হউন।

XM Deposit এর মাধ্যমসমূহ – 

ব্রোকার হিসাবে এক্সম ট্রেডারকে নিজ সুবিধা অনুযায়ী বিভিন্ন মাধ্যমে ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করার সুবিধা প্রদান করে থাকে। ক্লায়েন্ট নিজ পছন্দ অনুযায়ী, ব্রোকার প্রদত্ত যেকোনো মাধ্যম ব্যবহার করে এই ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। একটি বিষয় বলে রাখা ভালো, ফান্ড ডিপোজিট করার জন্য ব্রোকারের প্রদত্ত বিভিন্ন মাধ্যম এর মধ্যে, আমাদের দেশের ট্রেডারদের জন্য আদর্শ হচ্ছে –

  1. নেটেলার
  2. স্ক্রিল এবং
  3. একাউন্ট থেকে একাউন্ট ট্র্যান্সফার সুবিধা।

আপনি যদি এই মাধ্যমগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে ক্লিক করুন, Neteller, Skrill । বিস্তারিত তথ্য এই লিংক এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ থেকে এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই দুইটি। আমাদের পরামর্শ অনুযায়ী, আপনিও এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করার মাধ্যম হিসাবে নেটেলার কিংবা স্ক্রিল ব্যবহার করবেন। কেননা এই দুইটি মাধ্যম হচ্ছে, সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মাধ্যম। আমরা ব্রোকারে ফান্ড ডিপোজিট করার জন্য এই দুইটি মাধ্যম ব্যবহার করেছিলাম এবং সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সুবিধার জন্য উপস্থাপন করছি।

XM Deposit প্রক্রিয়া – Neteller

নেটেলার একটি অনলাইন পেমেন্ট মাধ্যম যা ফরেক্স ট্রেডারদের কাছে অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিশেষ করে, বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেড করেন তাদের কাছে এটি সবচেয়ে বেশী জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম। নেটেলার সম্পর্কে বিস্তারিত জানার জন্য ক্লিক করুন – Neteller ।

নেটেলার এর মাধ্যমে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার জন্য, প্রথমে আপনাকে একটি ফ্রি নেটেলার একাউন্ট খুলে নিতে হবে এবং সেটিকে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.neteller.com । একাউন্ট ভেরিফাই সংক্রান্ত বিস্তারিত নিয়ম জানার জন্য অনুগ্রহ করে Neteller Verification আর্টিকেলটি দেখে নিন।

এরপর, আপনার XM Client Cabinet লগইন করুন এবং বা পাশের মেন্যু থেকে “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ লোড হবে যেখানে ব্রোকারে অফারকৃত বিভিন্ন ধরনের ডিপোজিট এর মাধ্যমে প্রদর্শিত থাকবে। সেখান থেকে Neteller এর উপর ক্লিক করুন।

XM Broker Fund Deposit by Using Neteller

এখানে ক্লিক করার পর, নতুন একটি ফর্ম আসবে যেখানে আপনার নেটেলার একাউন্ট এর তথ্যসমূহ প্রদান করতে হবে। অর্থাৎ, আপনার Neteller একাউন্ট এর ইমেইল আইডি, সিকিউরিটি পিন এবং এমাউন্ট টাইপ করুন এবং নিচের “Deposit” বাটনে ক্লিক করুন। অনেকটা দেখতে নিচের ছবির ন্যায়-

XM Deposit Process by Using Neteller Account

সঠিকভাবে তথ্য প্রদানের পর, আপনার কাছে নিশ্চিতকরন করার জন্য আরও একটি অপশন আসবে। বিষয়টি আরও একবার ক্রসচেক করে নিন এবং নিচের “Confirm” বাটনে ক্লিক করুন।

XM Neteller Deposit Confirm

স্বয়ংক্রিয়ভাবে ফান্ড আপনার এক্সম ট্রেডিং একাউন্টে যুক্ত হয়ে যাবে। ফান্ড ডিপোজিট প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং আপনি রিয়েল ট্রেড করার জন্য সম্পূর্ণভাবে তৈরি। আশা করি প্রক্রিয়াটি বুঝতে কোনও সমস্যা হয় নি। যদি ফান্ড ডিপোজিট করতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন আশা করি।

XM Deposit প্রক্রিয়া – Skrill

যারা স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করতে চান, উপরের নির্দেশনা অনুযায়ী ঠিক একই রকম করে ফান্ড ডিপোজিট করে নিতে হবে। নেটেলার এবং স্ক্রিল এর ফান্ড ডিপোজিট করার সিস্টেম একই এবং আশা করছি নিজেই খুব সহজে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তারপরও যদি কোনও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের ফোন কিংবা ইমেইল করে জানান কিংবা নিচের কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন লিখুন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

পূর্বের আর্টিকেলXM Verification প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত
পরবর্তী আর্টিকেলIC Markets ব্রোকার রিভিউ – ২০১৯
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 COMMENTS

    • কমেন্টের জন্য ধন্যবাদ তবে আপনার প্রশ্নটি ঠিক বোঝা যায়নি। অনুগ্রহ করে [email protected] এই আইডিতে ইমেইল করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here