FP Markets Verification – “0” স্প্রেড ব্রোকার হিসাবে এই ব্রোকার এর রয়েছে অন্তর্জাতিক খ্যাতি যার কারনে যারা একটু কম স্প্রেড এর ব্রোকারে রিয়েল ট্রেড করতে আগ্রহী তারা এই ব্রোকারকেই বেশী পছন্দ করে থাকে। আমরা ইতিমধ্যেই এই ব্রোকার সম্পর্কিত কিছু তথ্যাদি আপনাদের জন্য উপস্থাপন করেছি এবং চেষ্টা করেছি আপনাদের সাথে এই ব্রোকারকে পরিচয় করিয়ে দিতে। সেই মোতাবেক আমাদের আজকের আর্টিকেল। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই ব্রোকারে ট্রেডিং একাউন্ট কিভাবে ভেরিফাই করবেন সে সম্পর্কে। আজকের আর্টিকেলে আমরা FP Markets Verification এর বিস্তারিত তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করবো যার মাধ্যমে আপনি এই ব্রোকার সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
FP Markets Verification এর পূর্বেঃ
ফরেক্স মার্কেটে জনপ্রিয় যেসকল ব্রোকার সেবা প্রদান করে আসছে তাদের মধ্যে FP Markets অন্যতম। অস্ট্রেলিয়ান রেগুলেটেড এই ব্রোকার এর স্প্রেড শুরু হয় “0” থেকে যার কারনে এটি 0 স্প্রেড এর ব্রোকার নামেও অনেক পরিচিত। যারা এই ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, অনুগ্রহ করে আমাদের ব্রোকার সেকশনের FP Markets ক্লিক করে দেখে নিতে পারেন।
ব্রোকারে একাউন্ট ভেরিফাই করার জন্য যেকোনো ধরনের একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যদি আপনার এখন পর্যন্ত কোনও রিয়েল ট্রেডিং একাউন্ট না থাকে তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.fpmarkets.com এ ক্লিক করে দেখে নিন। আপনার নাম, ইমেইল এবন ফোন নাম্বার ব্যবহার করে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। একাউন্ট রেজিস্টার করার পর অনুগ্রহ করে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন।
FP Markets Verification
ব্রোকারে একাউন্ট ভেরিফাই করার জন্য দুই ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। প্রথমে আপনার পরিচয় ভেরিফাই করে নিতে হবে এবং তারপর ঠিকানা ভেরিফাই করে নিতে হবে। অন্যান্য ব্রোকারে একাউন্ট ভেরিফাই করার মতনই আপনাকে,
- পরিচয় ভেরিফাই করার জন্যঃ ন্যাশনাল আইডি কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট এর রঙিন কপি আপলোড করে নিতে হবে।
- ঠিকানা ভেরিফাই করার জন্যঃ আপনার নামে রয়েছে এরকম বিদ্যুৎ কিংবা পানি কিংবা গ্যাস বিল / টেলিফোন বিল এর কপি / ব্যাংক স্টেটমেন্ট এর রঙিন কপি আপলোড করে নিতে হবে।
FP Markets Verification – পরিচয় ভেরিফিকেশন
প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিন। এর জন্য ব্রোকারের ওয়েবসাইটে দেখুন www.fxbangladesh.com এবং এর পর আপনার নিবন্ধিত ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিন। লগইন করার পর, বা পাশের ম্যেনু অপশন থেকে “Profile” বাটনে ক্লিক করুন। সুবিধার জন্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি।
এখানে দেখুন “Document Upload” নামক একটি বাটন রয়েছে। অনুগ্রহ করে সেটিকে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি অপশন আসবে যেখান থেকে আপনি কি ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন সেটিকে নির্বাচন করে নিতে হবে। যেহেতু আমরা পরিচয় ভেরিফাই করছি সেক্ষেত্রে আমরা প্রথমে “Proof of Identity” নির্বাচন করে নিব। এরপর নিচের “Choose Files” বাটনে ক্লিক করে আপনি যেই ডকুমেন্টটিকে সাবমিট করতে চান সেটিকে ক্লিক করবেন এবং এরপর নিচের “Submit” বাটনে ক্লিক করবেন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ডোকুমেন্ট আপলোড প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে ইমেইল মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
FP Markets Verification – ঠিকানা ভেরিফিকেশন
আইডি ভেরিফাই করার মতনই, ঠিকানা ভেরিফাই করে নিতে পারবেন। এর জন্য ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে তারপর “Profile” থেকে “Upload Document” অপশনে যাবেন এবং সেখান থেকে এবার “Proof of Residency” নির্বাচন করুন এবং নিচের “Choose Files” বাটনে ক্লিক করে আপনি যেই ডকুমেন্টটিকে সাবমিট করতে চান সেটিকে ক্লিক করবেন এবং এরপর নিচের “Submit” বাটনে ক্লিক করবেন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ডোকুমেন্ট আপলোড প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে ইমেইল মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আশা করছি প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন এবং নিজেই সঠিক নিয়মে FP Markets Verification প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন।
FP Markets Verification – শর্তাবলী
- ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার সময় যেই ডকুমেন্ট সাবমিট করতে চান সেটির রঙিন ছবি আপলোড করতে হবে। স্ক্যান কিংবা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
- পরিচয় ভেরিফাই করার জন্য যেই ডকুমেন্ট সাবমিট করবেন সেটিতে আপনার নাম, জন্মতারিখ স্পষ্ট হতে হবে।
- ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক এর সিল এবং ইস্যুকারীর সিগনেচার থাকতে হবে। অনলাইন স্টেটমেন্ট গ্রহনযোগ্য হবে না।
- ছবি তোলার সময় লক্ষ্য রাখবেন, যাতে সেটি স্পষ্ট থাকে। ঝাপসা কোনও ছবি গ্রহনযোগ্য হবে না। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন, ছবিতে যাতে ডকুমেন্ট এর চারটি কোণা স্পষ্টত দৃশ্যমান থাকে।
- একাউন্ট যদি আপনা নামে হয় তাহলে যেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেগুলোও আপনার নামেই হতে হবে। অন্যথায়, ভেরিফিকেশন সম্পন্ন হবে না।
- ব্যাংক স্টেটমেন্ট এর মেয়াদ ইস্যু তারিখ থেকে ৬ মাস এর মধ্যে হতে হবে। তবে লেনদেন থাকা বাধ্যতামূলক নয়।
আশা করছি FP Markets Verification এর সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যদি তারপরও আপনার কোনও সমস্যা হয় কিংবা কোনও প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে কিংবা নিচের কমেন্ট সেকশনেও জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।