Nordfx Verification – জনপ্রিয় এই ব্রোকার সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের জানান হয়েছে এবং আপনাদের অনুরধ এর ফলে আমরা একটি রিভিউও প্রকাশ করেছিলাম। NordFX ব্রোকার সম্পর্কিত বিস্তারিত রিভিউ জানার জন্য অনুগ্রহ করে NordFX Review আর্টিকেলটি দেখে নিন। আজকের আর্টিকেলে আমরা মুলত আলোচনা করবো এই ব্রোকারে কিভাবে একাউন্ট রেজিস্টার করে ভেরিফাই করবেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আর্টিকেল NordFX Verification ।
NordFX Verification আর্টিকেলটি শুরু করার পূর্বে, প্রথমে আমাদের এই ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এর জন্য অনুগ্রহ করে ব্রোকার অফিসিয়াল ওয়েবসাইট www.nordfx.com ক্লিক করুন এবং সেখানে ব্রোকারের বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট থেকে নিজের পছন্দ এবং সুবিধা অনুযায়ী একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন কিংবা নিচের বাটনে ক্লিক করুন।
একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইমেইল, নাম এবং ফোন নাম্বার এর প্রয়োজন হবে। অনেকটাই নিচের ছবির মতন। একাউন্ট ওপেন করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, নাম এবং ফোন নাম্বার সঠিক হতে হবে কেননা ব্রোকারের একাউন্ট ভেরিফাই করার জন্য যখন আপনি নিজের ন্যাশনাল আইডি কার্ড এর কপি প্রদান করবেন সেটির নাম এর সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু একাউন্ট ভেরিফাই প্রক্রিয়া সম্পন্ন হবে না। ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর, আপনার ইমেইলে বিস্তারিত তথ্যাদি পাঠিয়ে দেয়া হবে। এবার আপনি ব্রোকারের ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করবেন। একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড ইমেইল এর মাধ্যমে ইতিমধ্যেই পেয়ে যাবেন।
NordFX Verification প্রক্রিয়া
ব্রোকারের একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। এরপর সেখানে একাউন্ট ভেরিফিকেশনের বিস্তারিত তথ্যাদি সাবমিট করবেন। একাউন্ট ভেরিফাই করার জন্য দুইটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
- পরিচয় ভেরিফাই করার জন্যঃ আপনার নামে রয়েছে এরকম, ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স এর কপি
- ঠিকানা ভেরিফাই করার জন্যঃ আপনার নামে রয়েছে এরকম কোনও বিল, যেমনঃ বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি অন্যথায় আপনার ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হবে।
ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর, উপরের ডানপার্শে ম্যেনু আইকনে ক্লিক করবেন এবং সেখান থেকে “Upload Documents” নামের একটি বাটন পাবেন সেটিতে ক্লিক করবেন। অনেকটা নিচের ছবির মতন।
বাটনে ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে সেখানে মুলত NordFX Verification এর তথ্যাদি আপনাকে সাবমিট করতে হবে।
লক্ষ্য করবেন, এখানে দুইটি বক্স রয়েছে যেটি নির্বাচন করে নিতে হবে। প্রথম বক্স থেকে “Proof Of Identity” নির্বাচন করে এরপর এর ঠিক নিচের বক্সে আপনার সাবমিটকৃত ডকুমেন্ট কি সেটা লিখবেন। যেমন, আইডি কার্ড হলে লিখবেন “National ID Card” কিংবা পাসপোর্ট যদি সাবমিট করেন তাহলে লিখবেন “Passport” । সবসেশে, নিচের “Choose File” বাটনে ক্লিক করে আপনি যেই ডকুমেন্ট সাবমিট করতে চান সেটির ছবি নির্বাচন করে নিন। যেমন ধরুনঃ ন্যাশনাল আইডি / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স এর ছবির কপি আপলোড করতে হবে। এরপর, নিচের “Upload” বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন। নিচের ছবিতে প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করেছি।
ভেরিফিকেশন এর জন্য তথ্য সাবমিট করার পর অনুগ্রহ করে নিচের “Upload” বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর, স্ক্রিনে একটি কনফার্মেশন সুচক নোটিশ দেখতে পাবেন। অনেকটাই নিচের ছবির মতন।
এই অর্থ হচ্ছে, আপনি সফলভাবে ডকুমেন্ট সাবমিট করে নিতে পেরেছনে। এবার অনুগ্রহ করে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য আপনার ইমেইলে জানিয়ে দেয়া হবে। এতক্ষণ আমরা পরিচয় ভেরিফাই করার ডকুমেন্ট সাবমিট করেছিলাম এখন ঠিক একই নিয়মে আমাদের ঠিকানা ভেরিফাই করার জন্য পুনরায় ব্যাংক স্টেটমেন্ট কিংবা বিদ্যুৎ কিংবা পানির বিল এর কপি সাবমিট করে নিতে হবে। আশা করছি সেটি আপনি নিজেই করে নিতে পারবেন।
NordFX Verification এর সতর্কতা
একাউন্ট ভেরিফাই করার সময় আপনি যেই ডকুমেন্ট সাবমিট করবেন সেটির জন্য অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে। এই বিষয়গুল মনে রেখে যদি আপনি ডকুমেন্টস সাবমিট করেন তাহলে খুব সহজেই নিজের ট্রেডিং একাউন্টকে ভেরিফাই করে নিতে পারবেন। নতুন সেটি রিজেক্ট হবার সম্ভাবনা থাকবে।
- আইডি ভেরিফাই করার জন্যঃ আপনার NID / Passport / Driving License এর কপি আপলোড করতে হবে।
- ঠিকানা ভেরিফাই করার জন্যঃ আপনার নামে রয়েছে এরকম Bank Statement কিংবা বিদ্যুৎ কিংবা গ্যাস বিল এর কপি আপলোড করতে হবে।
- যেই ডকুমেন্ট আপলোড করবেন সেটি অবশ্যই রঙিন হতে হবে। ফটোকপি কিংবা স্ক্যান করা কোনও ইমেইল গ্রহণযোগ্য হবেনা।
- ডকুমেন্ট এর ছবি তুলে সেই ছবি ভেরিফিকেশনের জন্য আপলোড করবেন।
- ছবি তলার সময় লক্ষ্য রাখবেন, অবশ্যই যাতে করে ডকুমেন্ট এর ৪টি কোণা যাতে স্পষ্ট বোঝা যায়।
- ঝাপসা কিংবা অস্পষ্ট ছবি ভেরিফাই হিসাবে গ্রহণযোগ্য হবে না।
- ডকুমেন্ট সাবমিট করার পর, ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
- ডকুমেন্ট ভেরিফাই করতে যদি কোনও সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে আমদের ইমেইল করে কিংবা নিচের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।