Tickmill Regulation – টিকমিল রেগুলেশন

0
175

Tickmill Regulation – টিকমিল ব্রোকার সম্পর্কে এর আগেও আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক এই ব্রোকার আন্তর্জাতিক ভাবে অনেকবেশী স্বীকৃত এবং জনপ্রিয়। তবে বাংলাদেশে এর তেমন জনপ্রিয়তা না থাকলেও অনেকেই আছেন যারা আজকার এই ব্রোকার ট্রেডিং করতে আগ্রহী। আপনাদের সুবিধার জন্য ইতিমধ্যেই এই ব্রোকার সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করেছি। তারপরও যারা এই ব্রোকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, অনুগ্রহ করে Tickmill Broker সেকশনে দেখুন।

আজকের আর্টিকেলে আমরা মুলত এই ব্রোকারের রেগুলেশন সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি জানাবো। তাহলে চলুন শুরু করি।

রেগুলেশন কি?

রেগুলেশন হচ্ছে যেই মাধ্যমে কিংবা যেই নিতিমালা অনুযায়ী ব্রোকার পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ, ব্রোকার যেই নিয়ম-কানুন কিংবা নীতিমালা অনুসারে পরিচালিত হয়ে থাকে এটিকে বলা হয় রেগুলেশন। যদি উধাহরন হিসাবে বলি, বাংলাদেশ এর সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো মুলত কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ “বাংলাদেশ ব্যাংক” এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

যদি কোনও ব্যাংক আপনার জন্য কোনও সমস্যার সৃষ্টি করে কিংবা যদি ব্যাংক সম্পর্কে আপনার যদি কোনও অভিযোগ থাকে তাহলে আপনি সে সম্পর্কে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক এর কাছে জানাতে পারেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক, আপনার অভিযোগ এর ব্যাপারে ব্যবস্থা করবে।

Broker Regulation

এই থেকে মুলত আমরা বুঝতে পারি, রেগুলেশন এর গুরুত্ত। এখন প্রশ্ন হচ্ছে, ফরেক্স ব্রোকার এর জন্য রেগুলেশন এর প্রয়োজনীয়তা কি?

উত্তর সহজ যদি আপনি বুঝতে পারেন। আমরা ট্রেড করার জন্য যেই ব্রোকার পছন্দ করে রিয়েল ট্রেড শুরু করি সেটিতে আমাদের ফান্ড ডিপোজিট করতে হয়। এখন আমাদের দেশে কোনও ফরেক্স ব্রোকার এর সরাসরি অফিস নেই। এখন তাহলে আপনি কি করে বুঝবেন, ব্রোকার আপনার টাকা মেরে চলে যাবে কিনা?

এই সমস্যা থেকে বাচার জন্যই মুলত রেগুলেশন এর প্রয়োজন হয়। যেই সকল ব্রোকার রেগুলেটেড, সেই ব্রোকারগুলো তাদের গ্রাহকদের কাছে খুব বেশী ট্রান্সপারেন্ট থাকে। অর্থাৎ, এখানে লুকোচুরি করার কোনও সুযোগ থাকে না। যার ফলে এই রেগুলেটেড ব্রোকারগুলো, গ্রাহকদের জন্য অনেকবেশী আস্থাশীল থাকে।

রেগুলেশন না থাকলে? 

এক কথায়, যদি ব্রোকার এর রেগুলেশন না থাকে তবে সেই ব্রোকার কোনওভাবেই ট্রেড করা যাবে না কিংবা কোনও ধরনের ফান্ড ডিপোজিট করা যাবে না। কেননা এই ধরনের ব্রোকার এর কোনও বিশ্বাস নেই। অনেকটা আজকে আছে কাল নাও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।

যদি আপনার ব্রোকার রেগুলেটেড না হয়ে থাকে তাহলে ওই ব্রোকারে ট্রেড না করাই ভালো। এখন এই ধরনের ব্রোকার আপনাকে যতভালো সুযোগই প্রদান করে কিনা। এই সকল ব্রোকার এর থেকে, এক কথায় –

দূরে থাকেন।

Tickmill Regulation

যারা ফরেক্স ট্রেডিং করছেন তারা সবাই জানেন, ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে রেগুলেশন খুব বেশী গুরুত্বপূর্ণ। এই রেগুলেশন এর মাধ্যমে মুলত একটি ব্রোকার পরিচালিত হয়ে থাকে। ফরেক্স ব্রোকার এর মধ্যে সবচেয়ে শক্তিশালী রেগুলেশন হচ্ছে FCA যা যুক্তরাজ্য ভিত্তিক Financial Conduct Authority নামে পরিচিত। ফরেক্স ব্রোকার এর মধ্যে খুব কম ব্রোকারই রয়েছে যাদের এই FCA Regulation রয়েছে।

টিকমিল ব্রোকার FCA রেগুলেশন এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়াও, এই ব্রোকার CySEC এবং FSA এর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং রেগুলেশন প্রাপ্ত। আপনাদের সুবিধার জন্য এই ব্রোকার এর রেগুলেশন এর তথ্যাদি নিচে আপনার সামনে উপস্থাপন করছি।

  • Financial Conduct Authority (FCA): Register Number: 717270 (Reference)
  • Seychelles Financial Services Authority (FSA): Licence number: SD008 (Reference)
  • Cyprus Securities and Exchange Commission (CySEC): Licence number: 278/15 (Reference)

এছাড়াও এই ব্রোকার BaFIN (Germany) ; CONSOB (Italy) ; ACPR (France) ; CNMV (Spain) এর রেগুলেটরি কমিটি এর থেকে নিবন্ধিত এবং পরিচালিত। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকার অফিসিয়াল ওয়েবসাইট – www.tickmill.com দেখুন।

সুতরাং, Tickmill Regulation এর মাধ্যমে আপনি ধরে নিতে পারেন এই ব্রোকার এর নির্ভরযোগ্যতা। যার কারনে এই ব্রোকার অনেক বেশী জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে অনেকবেশী নির্ভরযোগ্য।

Tickmill Headquarter

Tickmill is a trading name of Tickmill Ltd Seychelles. Registered and Head Office: 3, F28-F29 Eden Plaza, Eden Island, Mahe, Republic of Seychelles. Tickmill Ltd is a company registered in the Republic of Seychelles, number: 8414279-1. Authorized and Regulated by the Seychelles Financial Services Authority.
  • UK Office: Fore Street, EC2Y 9DT, London, United Kingdom
  • Cyprus Office: Kedron 9, Mesa Geitonia 4004, Cyprus
  • Seychelles Office: 3, F28-F29 Eden Plaza, Eden Island, Mahe

বিঃদ্রঃ উপরের তথ্যগুলো ব্রোকার এর অফিস এর ঠিকানা হিসাবে উপস্থাপন করা হয়েছে। আপনি চাইল বিস্তারিত তথ্যাদি ব্রোকার এর ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারেন। এছাড়াও এই ব্রোকার এর বিস্তারিত আরও তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে Tickmill Review আর্টিকেল থেকে বিস্তারিত জেনে নিন।

ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আমাদের ইমেইল করতে পারেন কিংবা নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

পূর্বের আর্টিকেলExness Zero Spread ট্রেডিং একাউন্ট
পরবর্তী আর্টিকেলFPMarkets Standard Account
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here