জনপ্রিয় ব্রোকার এক্সনেস নিয়ে এর আগে বেশ কিছু আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ব্রোকার পরিচিতি, রিভিউ, ভেরিফিকেশন ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়েছি এবং আশা করছি আর্টিকেলগুলো আপনাদের কিছুটা হলেও সহায়তা করতে পেরেছে। প্রায় বেশকিছুদিন ধরে, আপ্নারা অনুরধ করেছে Exness Deposit সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো, কিভাবে আপনি জনপ্রিয় এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করবেন সে প্রক্রিয়া সম্পর্কে।
Exness Deposit প্রক্রিয়া এর পূর্বে –
ব্রোকার হিসাবে এক্সনেস এর জনপ্রিয়তা সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছি এবং কেন বেশীরভাগ ট্রেডাররা এই ব্রোকারে ট্রেড করার ইচ্ছা পোষণ করেন সে ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেছি। আপনি যদি এক্সনেস ব্রোকারের বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের প্রকাশিত Exness Broker আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।
আপনি এই আর্টিকেলটি পড়ছেন তার অর্থ হচ্ছে, আপনি ইতিমধ্যেই একটি একাউন্ট রেজিস্টার করে ফেলেছেন। যদি এখনও কোনও ধরনের একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে, একাউন্ট খোলার জন এক্সনেস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.exness.com ।
ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। অর্থাৎ, আপনি এক্সনেস এর ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে “Open An Account” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একাউন্ট রেজিস্টার করার একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন এর পরবর্তী ধাপে অগ্রসর হউন।
Exness Deposit এর মাধ্যমসমূহ –
ব্রোকার হিসাবে এক্সনেস ট্রেডারকে নিজ সুবিধা অনুযায়ী বিভিন্ন মাধ্যমে ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করার সুবিধা প্রদান করে থাকে। ক্লায়েন্ট নিজ পছন্দ অনুযায়ী, ব্রোকার প্রদত্ত যেকোনো মাধ্যম ব্যবহার করে এই ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। একটি বিষয় বলে রাখা ভালো, ফান্ড ডিপোজিট করার জন্য ব্রোকারের প্রদত্ত বিভিন্ন মাধ্যম এর মধ্যে, আমাদের দেশের ট্রেডারদের জন্য আদর্শ হচ্ছে –
- নেটেলার
- স্ক্রিল এবং
- একাউন্ট থেকে একাউন্ট ট্র্যান্সফার সুবিধা।
আপনি যদি এই মাধ্যমগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে ক্লিক করুন, Neteller, Skrill । বিস্তারিত তথ্য এই লিংক এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে।
Exness Deposit প্রক্রিয়া – Neteller
নেটেলার একটি অনলাইন পেমেন্ট মাধ্যম যা ফরেক্স ট্রেডারদের কাছে অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিশেষ করে, বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেড করেন তাদের কাছে এটি সবচেয়ে বেশী জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম। নেটেলার সম্পর্কে বিস্তারিত জানার জন্য ক্লিক করুন – neteller ।
নেটেলার এর মাধ্যমে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার জন্য, প্রথমে আপনাকে একটি নেটেলার একাউন্ট খুলে নিতে হবে এবং সেটিকে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.neteller.com ।
এরপর, আপনার এক্সনেস একাউন্ট এর ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন এবং বা পাশের মেন্যু থেকে “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ লোড হবে যেখানে ব্রোকারে অফারকৃত বিভিন্ন ধরনের ডিপোজিট এর মাধ্যমে প্রদর্শিত থাকবে। সেখান থেকে Neteller এর উপর ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর, নতুন একটি ফর্ম আসবে যেখানে আপনার নেটেলার একাউন্ট এর তথ্যসমূহ প্রদান করতে হবে। এই চিত্রের ন্যায়, আপনার ট্রেডিং একাউন্ট এর নাম্বার স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন।
যদি আপনার একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে অনুগ্রহ করে পাশের ড্রপ-ডাউন আইকন থেকে যেই ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করতে চান সেই একাউন্ট নির্বাচন করে নিন।
এরপর, কারেন্সি নির্বাচন করুন। স্বয়ংক্রিয়ভাবে সেটি USD নির্বাচিত থাকবে। এরপর, আপনার নেটেলার একাউন্ট এর ইমেইল আইডি এবং নেটেলার একাউন্ট এর সিকিউরিটি কোড কিংবা পিন লিখুন। সবশেষে, আপনি যেই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে চান সেটি লেখুন এবং “NEXT” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। ফান্ড ডিপোজিট কনফার্মেশন, আপনাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে। আপনি যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করেছেন সেটা সাথে সাথেই ট্রেডিং একাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবং আপনি রিয়েল ট্রেড করার জন্য সম্পূর্ণভাবে তৈরি।
Exness Deposit প্রক্রিয়া – Skrill
যারা স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করতে চান, উপরের নির্দেশনা অনুযায়ী ঠিক একই রকম করে ফান্ড ডিপোজিট করে নিতে হবে। নেটেলার এবং স্ক্রিল এর ফান্ড ডিপোজিট করার সিস্টেম একই এবং আশা করছি নিজেই খুব সহজে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তারপরও যদি কোনও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের ফোন কিংবা ইমেইল করে জানান।
ব্যাংক থেকে যদি ডলার নেই তাহলে রেট কত করে পড়বে
ব্যাংক থেকে সরাসরি ডলার হিসাবে কোনও ফরেক্স ব্রোকারে ডিপোজিট করা সম্ভব নয়। আপনি চাইলে সরাসরি ব্যাংক এর থেকে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। বিস্তারিত জানুন এই লিংক থেকে – https://fxbd.co/e2cR5
Skrill account এ USD কোথায় থেকে deposit করতে হবে। জানার অপেক্ষায় থাকলাম।
১. আপনার ক্রেডিট কার্ড থাকলে সেখান থেকে স্ক্রিল একাউন্টে ফান্ড ডিপোজিট করতে পারবেন।
২. অথবা, অন্য কারও কাছ থেকে ডলার, টাকার বিনিয়মে কিনে নিতে হবে।
আসসালামুয়ালাইকুম। ভাই Exness Forex Broker কোন দেশের। জানার অপেক্ষায় থাকলাম।
বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেল থেকে – https://fxbd.co/exoffice
Exness Forex Broker হতে সর্বোনিম্নে কত USD withdraw করা যায়। জানার অপেক্ষায় থাকলাম।
সর্বনিম্ন $4 পরিমাণ। ফান্ড উত্তলনে কোনও ফি নেই।
আসসালামুয়ালাইকুম। ভাই, আমি যদি Exness এর বাংলাদেশে অনুমদিত ডিলার নিমস্টার লিমিটেডের নিবন্ধীকৃত কার্যালয় ” F-2 এ, ১ম তলা, ইডেন প্লাজা, ইডেন আইল্য্যান্ড, সেশালস ” গিয়ে রিয়াল একাউন্ট ওপেন করে উক্ত সময়েই Exness Broker রে আমার রিয়াল একাউন্টে ডিপোজিট করতে চাই। তা সম্ভব কিনা। জানার অপেক্ষায় থাকলাম।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। এটি ব্রোকারের অফিসিয়াল ঠিকানা। বাংলাদেশ এর নয়। ব্রোকার ডিপোজিট করে দেয় না। ডিপোজিট আপনার নিজ থেকে করতে হবে।
আসসালামুয়ালাইকুম। আমার নেটেলার একাউন্টে দশ USD balance করতে চাই। আপনাদের জানার মধ্যে কোন নেটেলার একাউন্ট ব্যক্তির নিকট ডলার থাকলে উক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার নম্বর টি আমাকে দিবেন। প্লীজ অপেক্ষায় থাকলাম।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। দুঃখিত, আমাদের কারেন্সি এক্সচেঞ্জ এর কোনও সেবা নেই। গুগল কিংবা ফেইসবুক এর অনেক গ্রুপ আছে যারা নিয়মিত ফান্ড এক্সচেঞ্জ করে থাকে। অনুগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।
আসসালামুয়ালাইকুম। Exness Forex Broker হতে সর্বোনিম্নে কত USD withdraw করা যায়। জানার অপেক্ষায় থাকলাম।
আসসালামুয়ালাইকুম। ভাই Exness Forex Broker কোন দেশের। জানার অপেক্ষায় থাকলাম।
বাংলাদেশ সরকারের নীতিমালা তে ফরেক্স ট্রেডিং কতটুকু বৈধতা আছে। সেটা জানার অপেক্ষায় থাকলাম।
কমেন্ট এর জন্য ধন্যাবাদ। ফরেক্স ট্রেডিং সম্পর্কিত বিশেষ কোনও নীতিমালা এখন পর্যন্ত আমাদের সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংক এর নেই।
আসসালামুয়ালাইকুম। ভাই ফরেক্স ট্রেড বাংলাদেশ সরকারের তরফ থেকে কতটুকু বৈধতা দিয়েছে। সেটা জানার অপেক্ষায় থাকলাম।
আসসালামুয়ালাইকুম। ভাই আমি Exness Broker এ রিয়াল একাউন্টে USD ডিপোজিট করবো। আপনাদের জানার মধ্যে নেটেলার একাউন্ট এর ব্যক্তির সাথে যোগাযোগ করার মোবাইল নম্বর টি আমাকে জানাবেন।
আমার নেটেলার একাউন্ট টি হ্যাকিং এর হাত হতে রক্ষা পাওয়ার উপায় কি?
amar EBL mastercard diye ki je kono broker a deposite kora jabe.
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপনার কার্ড যদি ডলার লেনদেন করার জন্য উপজুক্ত হয়ে থাকে তাহলে ব্রোকারে সরাসরি ডিপোজিট করে নিতে পারবেন। তবে সেটি না করাই ভালো কেননা, বাংলাদেশে এখন পর্যন্ত কোনও ফরেক্স ব্রোকার এর নিবন্ধন না থাকার দরুন সমস্যা হতে পারে। এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে স্ক্রিল পেমেন্ট সিস্টেম এর ব্যবহার। একটি স্ক্রিল একাউন্ট রেজিস্টার করে নিয়ে সেটির মাধ্যমে ব্রোকারে লেনদেন করুন এবং চাইলে সরাসরি লোকাল যেকোনো ব্যাংক এর মাধ্যমে ফান্ড উত্তোলন করে নিতে পারেন। লিংক – https://fxbd.co/skrill । স্ক্রিল বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিবন্ধিত এবং অনুমোদিত।