Exness Verification প্রক্রিয়াটি খুবই সহজ। কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, সঠিকভাবে একাউন্ট ভেরিফাই করতে পারছেন না এবং কিভাবে সফলতার সাথে একাউন্ট ভেরিফাই করবেন সে সম্পর্কে বুঝতে পারছেন না। আপনাদের সুবিধার জন্যই আমাদের এই আর্টিকেল। এই আর্টিকেল এর মাধ্যমে, কিভাবে এক্সনেস ব্রোকারে একাউন্ট ভেরিফাই করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আশা করছি এই আর্টিকেলটির মাধ্যমে নিজ থেকে খুব সহজেই ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। সম্পূর্ণভাবে একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াকে তিনটি ধাপে বিভক্ত করা যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এই ধাপগুলো চিত্রসহ উপস্থাপন করার চেষ্টা করেছি।
Exness Verification ধাপ ১ –
একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে এক্সনেস ব্রোকারে একটি একাউণ্ট রেজিস্টার করে নিতে হবে। এবং সেই রেজিস্ট্রেশন এর তথ্য প্রদানের মাধ্যমে আপনার ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। যদি আপনি এখন পর্যন্ত কোনও একাউন্ট রেজিস্টার না করে থাকেন তাহলে নিচের ছবিতে ক্লিক করুন এবং এক্সনেস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.exness.com ।
ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। অর্থাৎ, আপনি এক্সনেস এর ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে “Open An Account” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একাউন্ট রেজিস্টার করার একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন এর পরবর্তী ধাপে অগ্রসর হউন।
দেখতে অনেকটা নিচের ছবির মতন –
অনুগ্রহ করে আপনার ইমেইল এবং নাম প্রদান করার মাধ্যমে একাউন্ট রেজিস্টার করে নিন। তথ্যসমূহ প্রদানের পর, নিচের Continue Registration বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপসমূহ স্ক্রিনে প্রদান করার ফর্ম অনুযায়ী পূরণ করে নিন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেইলে একাউন্ট রেজিস্টার করার সকল তথ্য পাঠিয়ে দেয়া হবে এবং আপনাকে মেসেজ এর মাধ্যমেও আপনাকে জানানো হবে।
আশা করি একাউন্ট রেজিস্টার করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি তারপরও একাউন্ট তৈরি করতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল কিংবা ফোন করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সঠিকভাবে সহায়তা করার।
Exness Verification ধাপ ২ –
একাউন্ট ভেরিফিকেশন এর দুইটি মাধ্যম রয়েছে যেখানে আপনাকে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে। ২য় পর্যায়ে এই ধাপে প্রথমে এক্সনেস এর ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য এখানে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইটে – www.exness.com ।
ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর নিচের প্রদত্ত ছবির ন্যায় দেখতে পাবেন।
সেখান দুইটি আলদা আলাদা নোটিশ দেখতে পাবেন। একটি হচ্ছে ID Unverified (পরিচয় ভেরিফিকেশন) এবং অন্যটি হচ্ছে Address Unverified (ঠিকানা ভেরিফিকেশন) । এখন, পরিচয় ভেরিফাই করার জন্য, প্রথমে ID Unverified এর উপরে ক্লিক করুন।
ক্লিক করার পর, তথ্য আপলোড করার জন্য তিন ধরনের ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে।
- পাসপোর্ট কিংবা;
- আইডি কার্ড (NID) কিংবা;
- ড্রাইভিং লাইসেন্স
Exness Verification ধাপ ৩ –
ভেরিফিকেশন এর ৩য় ধাপে আপনাকে ঠিকানা ভেরিফাই করে নিতে হবে। এর জন্য নিচের ছবির ন্যায় “Address Unverified” (ঠিকানা ভেরিফিকেশন) এর উপরে ক্লিক করুন।
ঠিকানা ভেরিফাই করার জন্য নিচের তথ্যগুলোর যেকোনো একটি ডকুমেন্ট প্রদান করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, নিচের তথ্যগুলো অবশ্যই আপনার নামে হতে হবে।
- ইউটিলিটি বিল (গ্যাস, পানি, বিদ্যুৎ, ফোন বিল) কিংবা,
- ব্যাংক স্টেটমেন্ট এর কপি কিংবা,
- ট্যাক্স কপি কিংবা,
- বাড়ির ভাড়ার কাগজ।
Exness Verification গাইডলাইন –
একাউন্ট ভেরিফিকেশন এর তথ্য সাবমিট করার সময় অবশ্যই এই শর্তগুলো মেনে চলবেন। না হলে, আপনার সাবমিটকৃত তথ্যসমূহকে বাতিল করা হতে পারে। আপনাদের সুবিধার জন্য ভেরিফিকেশন এর শর্তসমূহ নিচে তুলে ধরা হয়েছে।
- ভেরিফিকেশন এর জন্য সাবমিটকৃত তথ্যসমূহকে রঙিন এবং কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
- যেই ডকুমেন্ট সাবমিট করবেন, সেটির ৪টি কোণা ছবিতে স্পষ্ট হতে হবে।
- পরিচয় ভেরিফিকেশন এর জন্নজেই তথ্য সাবমিট করবেন, সেটিতে আপনার ছবি, জন্ম তারিখ, কার্ড নাম্বার স্পষ্ট হতে হবে।
- ঠিকানা ভেরিফিকেশন এর জন্য যেই তথ্য সাবমিট করবেন, সেটিতে আপনার নাম এবং ঠিকানা (পোস্টাল কোড সহ) উল্লেখ থাকতে হবে।
বি:দ্র: তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল এর মাধ্যমে স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে। যদি কোনও কারনে আপনার তথ্য বাতিল বলে গণ্য করা হয় তাহলে ইমেইল এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে। ভেরিফিকেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন কিংবা ইমেইল করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।