এক্সনেস কি ফান্ড ম্যানেজমেন্ট করার সুবিধা দেয়?

0
56

Exness Fund Management – অনেকেই জানতে চান, এক্সনেস ব্রোকার ফান্ড ম্যানেজমেন্ট করার সুবিধা প্রদান করে কিনা? অর্থাৎ, অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা ফান্ড বিনিয়োগ করতে চান কিন্তু নিজে ট্রেড করতে আগ্রহী থাকেন না। তাই, তারা ব্রোকারে ফান্ড ম্যানেজমেন্ট এর সুবিধা গ্রহন করে থাকেন। অনেক ব্রোকারই আছেন যারা এই ধরনের সুযোগ প্রদান করে থাকেন। তবে এক্সনেস ব্রোকার এই সুবিধা প্রদান করে না। অর্থাৎ, সরাসরি ব্রোকারে ট্রেড ছাড়া ফান্ড ডিপোজিট করার কোনও সুবিধা নেই।

তবে এই ব্রোকার কপি ট্রেডিং কিংবা সোশ্যাল ট্রেডিং এর সুবিধা প্রদান করে থাকে। জার মাধ্যমে আপনি, ব্রোকারের যেসকল ট্রেডার ভালো ট্রেড করে থাকেন তাদের রিয়েল ট্রেড কপি করার সুবিধা পাবেন। এতে করে আপনাকে নিজ থেকে ট্রেড করতে হবে না। আপনি একজন বিনিয়োগকারি হিসাবে ট্রেড কপি করে রাখবেন এবং যার ট্রেড কপি করবেন তার ট্রেডিং অনুসারে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন কিংবা ক্লোজ হতে থাকবে। আমাদের পরামর্শ অনুযায়ী, ব্রোকারের এই সুবিধা Exness Fund Management এর থেকে বেশী কার্যকরী। কেননা, আপনার পছন্দ অনুযায়ী ট্রেডার নির্বাচন, ব্যালেন্স ডিপোজিট কিংবা উত্তোলন থেকে শুরু করে সকল ক্ষমতা আপনার হাতে থাকবে যার ফলে আপনি যখন চাইবেন ব্যালেন্স উত্তোলন করার সুযোগ পাবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here